আমেরিকায় ব্যাপক তুষারপাত॥ তবুও চলছে জীবন, থেমে নেই কিছু!॥ Life of America in Snowfalls
Md. Arifur Rahman, USA Md. Arifur Rahman, USA
174K subscribers
20,849 views
319

 Published On Jan 17, 2024

আমেরিকায় ব্যাপক তুষারপাত॥ তবুও চলছে জীবন, থেমে নেই কিছু!॥ Life of America in Snowfalls

ভারি তুষারপাত ও হিমশীতল বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের বড় অংশজুড়ে জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে যান চলাচল, বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো মানুষ।

তুষার ঝড়ের পর তীব্র শীতের আশঙ্কা করা হচ্ছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এই পরিস্থিতিকে ‘জীবন বিপন্নকারী শীতকাল’ আখ্যা দিয়েছেন আবহাওয়াবিদরা।
আইওয়া অঙ্গরাজ্যে প্রায় ১০ ইঞ্চি পুরু তুষার পড়েছে। সেখানে নির্বাচনী প্রচারণায় বাদ সেধেছে আবহাওয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা এনডাব্লিউএস প্রায় সব অঙ্গরাজ্যে সতর্কতা জারি করেছে।

সাত কোটিরও বেশি মানুষ এই আবহাওয়া সতর্কবার্তার আওতায় রয়েছে।
চরম আবহাওয়ার কারণে গত শুক্রবার দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। এদিন প্রায় দুই লাখ মানুষ বিদ্যুত্হীন ছিল, তাদের বেশির ভাগই মিশিগান ও উইসকনসিনের।

এনডাব্লিউএসের আবহাওয়াবিদ ব্রায়ান হার্লে বলেন, পূর্বাঞ্চলীয় আইওয়া, উত্তরাঞ্চলীয় ইলিনয় ও দক্ষিণাঞ্চলীয় উইসকনসিনে এরই মধ্যে ৬ থেকে ১০ ইঞ্চি পুরু তুষারপাত হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওকলাহোমা, মিসিসিপি ও টেনেসিতে সপ্তাহের শেষ দিকে তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ ব্রায়ান হার্লে বলেন, শীতল হাওয়া পূর্ব দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড নিম্ন তাপমাত্রা অনুভূত হতে পারে বিশেষ করে মন্টানা এবং নর্থ ও সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে। উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে ওয়াশিংটন থেকে নর্থ ডাকোটা এবং নেব্রাস্কা থেকে কানসাস পর্যন্ত তাপমাত্রা মাইনাস ৪৮ থেকে মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। সূত্র : বিবিসি

#আমেরিকায়_ব্যাপক_তুষারপাত #America_Snowfalls #আমেরিকা_জীবন #arifurrahman #নিউইয়র্ক #bangladeshiamericanvlogger #travel #bangladeshi_vlogger #viralvideo

show more

Share/Embed