মহানবী (সা.)’র বলা কথাগুলো লিখে রাখতেন যে সাহাবি! Bijoy TV
BIJOY TV BIJOY TV
1.4M subscribers
3,726 views
177

 Published On Jul 5, 2024

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিদের একজন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস (রা.)। তিনি বেশিরভাগ সময় রাসুল (সা.)’র সঙ্গেই কাটাতেন। রাগ অথবা স্বাভাবিক সময়— যেকোনো মুহূর্তেই রাসূল (সা.)’র মুখ থেকে কোনো কথা বের হলে তিনি তা লিখে রাখতেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস (রা.) রাসূল (সা.) কে সঙ্গ দেয়ার বাহিরে দিনের যেই সময়টুকু পেতেন তা তিনি রোজা রেখে ও ইবাদত করে কাটাতেন। ধীরে ধীরে তিনি এতোটাই ইবাদতে অভ্যস্ত হলেন যে, স্ত্রী-পরিজন, দুনিয়া সবকিছুর প্রতি নিরাসক্ত হয়ে পড়লেন।
একদিন তার বাবা রাসূল (সা.)’র কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানালেন। তখন রাসূল সা. তাকে ডেকে বাবার অনুগত্যের নির্দেশ দিলেন এবং বললেন, তুমি রোজা রাখো, ইফতার করো, নামাজ পড়ো, বিশ্রাম নাও, স্ত্রী-পরিজনের হক আদায় করো, এটাই আমার তরীকা বা পন্থা। যে আমার তরীকা প্রত্যাখ্যান করবে সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

show more

Share/Embed