আদম সৃষ্টির / লালণ শাহ্ এর গানে তার কিছু বাণী প্রকাশ করেছেন বাউল বলাই শাহ্। Part - 1
Baul Lalon Shah Baul Lalon Shah
3.85K subscribers
360,249 views
2.1K

 Published On Dec 16, 2018

Song : মক্রুম বলে সাই রব্বানা আমি আদম গড়ি কেমনে।
আমরা আপনাদের মাঝে লালণ শাহ্ এর কিছু বাণী তুলে দরার চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের সাথে থেকে সাহায্য করবেন।
এই গানটি ফকির লালাণ শাহ্ এর একটি আপচলিত গান। গানটি শাঁইয়ের মাজারের এক ভক্ত গেয়েছেন। শাঁইয়ের বাণী ভুলত্রুটি হতে পারে তাই হ্মমার দৃষ্টিতে দেখবেন।
গানটি গাইছেন : বাউল বলাই শাহ্
তবলায় ; সুজন
বাঁসিতে ; মনিরুল
দোতারাতে ; মুরাদ
Part 2 Link
   • আপন ছুরত ঘরলেন দয়া ময় আদম সৃষ্টির কথা...  
ফকীর লালন ছিলেন গুরুবাদে বিশ্বাসী। তাঁর গানে সে কথায় ফুটে ওঠেছে। তিনি বলেছেন-
গুরু,তুমি তন্ত্রের তন্ত্রী
গুরু,তুমি মন্ত্রের মন্ত্রী
গুরু,তুমি যন্ত্রের যন্ত্রী
না বাজাও বাজবে কেনে।।
গড়াই নদী কাকে বয়ে এনেছিল? কাকে বিশ্বেও শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ বলা হয়? কালীগাঙের পাড়ে ঘুমিয়ে আছেন কে? কার এক তারার সুরে বাংলাদেশ জাগে? এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু একটি। তা হলো বাউল সম্রাট লালন শাহ্‌।
তবে শিষ্যরা ডাকে সাঁইজী নামে।
লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।

show more

Share/Embed