শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১||Shreemangal buddhobumi 71.
Rimjim studio Rimjim studio
1.65K subscribers
2,931 views
120

 Published On Premiered Nov 15, 2020

#sreemangal#Boddhobumi
শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১||sreemangal boddhobumi 71.
আসসালামু আলাইকুম 🌹
শ্রীমঙ্গলের একটি দর্শনীয় স্থান হচ্ছে বধ্যভূমি ৭১। ঢাকা হতে 200 কিলোমিটার পূর্বদিকে বিজিবি সেক্টর সদর দপ্তর।শ্রীমঙ্গল এলাকার প্রায় ৩ একর জমির মধ্যে বধ্যভূমি ৭১ অবস্থিত। পাশ দিয়ে ভুরবভুরি ছড়া প্রবাহমান।১৯৭১ সালের ৭ ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার কারণে যুদ্ধ তৃপ নেই অনেক নাম অজানা মানুষকে একসঙ্গে দাঁড় করিয়ে বধ্যভূমিতে নির্যাতন পূর্ব গুলি করে হত্যা করেছিল পাকহানাদার বাহিনী ।আর এই হত্যা করার পরে লাশগুলো ভুরবভুরি ছড়াতে ফেলে দেওয়া হতো।এই স্থানটি মহান মুক্তিযুদ্ধের সময় ঘাতকরা বদ্ধভূমি হিসেবে ব্যবহার করতো। ২০১১ সাল হতে পরবর্তী সময়ে স্থানীয় সম্মানিত মুক্তিযোদ্ধাগণ বিজিবি শ্রীমঙ্গল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় স্থানটি সংস্কার করে, একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং স্থানটি সৌন্দর্য বর্ধনের প্রক্রিয়া হাতে নেওয়া হয়। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই বদ্ধভূমি দেখতে আসে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালোই লাগবে।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহাফেজ 🌹

show more

Share/Embed