কিভাবে বেরিং পাল্টানো হয় সিলিং ফ্যানের। সলিহিন মিডিয়া। ডেসক্রিপশন বক্সে কবিতার আছে।।
MD SOLEHIN MIA 1996 MD SOLEHIN MIA 1996
683 subscribers
231 views
16

 Published On Jun 16, 2024

এই ভিডিওতে তুলে ধরা হয়েছে কিভাবে আপনি সিলিং ফ্যানের বেরিং চেঞ্জ করতে পারেন আর নিচে যে কবিতাটা লেখা এটা কিছুটা অগোছালো কিন্তু যারা গুছিয়ে পড়তে পারবেন তাদের জন্য আর এটা লিখে রাখার কারণ নোটবুক অনেক সময় হারিয়ে যেতে পারে কিন্তু এই চ্যানেলটা আশা করি হারাবে না যাতে আমি নিয়ে সংগ্রহ করতে পারি আর কি।









মোহাম্মদ সলিহিন ওয়াহিদ)
গোপনে সুদ অথবা সমিতির
সাথে সম্পর্ক রাখার চেয়ে
পাওনাদারের কাছে থেকে
জুতার বাড়ি খাওয়াও সম্মানের।






















আমি সেই হতভাগা

আমি বোধয় সেই হতভাগা ইতিহাসে বা পৃথিবীতে সারা জীবন পেয়েছি মায়ের পছন্দে চলতে তার খুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে কিন্তু আমি ব্যর্থ আমি পারিনি তবু আশা ছাড়িনি।

ইতিহাসে মনে হয় আমিই এমন এক ব্যক্তির যে কিনা মায়ের পছন্দে ২৮ বছর চলতে পেরে ছি
আমার মা আমার কাছে শ্রেষ্ঠ বন্ধু
শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ মানুষ

আমি চেয়েছিলাম সবাইকে একসাথে খুশি রাখতে সবাইকে একসাথে নিয়ে বাঁচতে সবার সুখের হাসতে না পারলেও যেন সবার বুকে আমি কাঁদতে পারি এটাই চাওয়া ছিল আমার আফসোস রয়ে গেল আমি তা পারিনি তবু আমি আশা ছাড়িনি।

মায়ের পছন্দে বিয়ে করা এবং বন্ধু রুপে তার সাথে মনের কথা বলা এমনকি আমার শরীর খারাপ হলেও আমি মায়ের কাছ থেকে পরামর্শ নিতে কোন দ্বিধাবোধ করতাম না আধ্যাত্মিক জ্ঞানের দিকেও মায়ের কাছে ভালো বন্ধু ছিলাম আমিও ভাবতাম।

কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এত নিকট বা এতটা কাছে যাওয়ার পরেও ২৯ বছরে আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে গুণীজনের যাহা কয় মিলনে প্রেম সত্য নয় তাই বোধহয় এমনটা হয়েছে


আমাকে ফ্যামিলি থেকে আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে আমার দুইটা সন্তান আছে আল্লাহ পাক আমাকে আমার মাধ্যমে পৃথিবীতে তাদের আগমন আর আমার ভাইয়ের এখনো বিয়ে করেনি সে প্রবাসে আছে সে একটি অজুহাত দেখিয়ে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ

আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছে আর তার সাথে আরো বেশি দোয়া করি যেন আমার মাকে আল্লাহতালা তার অশেষ রহমতে সর্বদাই সবসময় ভালো রাখে।

হয়তো আমারি কোন ভুল বা কোন ঘাটতির কারণে জীবনে এমনটা হয়েছে আমি বলে মনে করি মায়ের প্রতি কোন অভিযোগ কোন অভিমান নেই আমার সর্বদাই তার ভালোটাই কামনা করি করে যাব ইনশাআল্লাহ।

show more

Share/Embed