পাইলস এর লক্ষণ, কারণ, চিকিৎসা সম্পর্কে জানুন এবং সচেতন হোন!
Parkview Hospital Chittagong Parkview Hospital Chittagong
96K subscribers
507,549 views
5.2K

 Published On Nov 13, 2018

পায়ুপথের একটা কমন রোগের মধ্যে অন্যতম হচ্ছে পাইলস বা অর্শ বা ডাক্তারী ভাষায় যেটা Haemorrhoids। আপনার পাইলস হয়েছে কিনা সেটার একটা কমন লক্ষণ হল, পায়খানার সাথে ব্যাথাবিহীন রক্তপাত হওয়া। অনেক সময় রক্তপাত হলেও সেটি পাইলস কারণে না হতে পারে। তাই এমন রক্ত যাওয়া দেখলে সাথে সাথে একজন বিশেষজ্ঞ এর পরামর্শ মতে চিকিৎসা নেয়া উচিৎ।

আমাদের দেশে একটা বড় সমস্যা পাইলস রোগীর ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে রোগ গোপন করার প্রবণতা। যেহেতু পায়ুপথ স্বাভাবিকভাবে লজ্জাস্থানের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে রোগী এই ধরনের রোগগুলো গোপন করে চিকিৎসা নেন না। কেউ কেউ ভূল চিকিৎসাও করেন কবিরাজ এর মাধ্যমে। পরবর্তীতে এই পাইলস বিকট আকার ধারন করে ক্যান্সারে রুপান্তরিত হতে পারে। আপনাদের এতটুকু আশা দেয়া যায় পাইলস প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সেটি সম্পূর্ন নিরাময়যোগ্য। তাই দেরী না করে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নেয়াটাই সবচেয়ে জরুরী।

আজকে ভিডিওতে, পাইলস এর লক্ষণ, কারণ, চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করেছেন, পার্কভিউ হসপিটালের জেনারেল, ল্যাপারোস্কোপিক ও হেপাটোবিলিয়ারী সার্জন ডাঃ আবদুল্লাহ আল মামুন চোধুরী, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী)।

সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ 031-2555071-5, 031-657901-5, 01976-022333, 01976-022111 নাম্বারে। 🙂

ওয়েবসাইটঃ https://parkview.com.bd/
ফেসবুকঃ   / parkviewhospitalctg  
টুইটারঃ   / phlctg  

show more

Share/Embed