বোয়েসেল অফিসে কিভাবে যাবেন || How to go to Boesl Office || বোয়েসেল অফিসে যেতে কত সময় লাগে ||
TARIQUL MEDIA™️ TARIQUL MEDIA™️
46.8K subscribers
68,846 views
1.4K

 Published On Jun 22, 2023

বোয়েসেল অফিসে কিভাবে যাবেন যে || How to go to Boesl Office || বোয়েসেল অফিসে যেতে কত সময় লাগে ||

বোয়েসেলে স্বাগতমঃ
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান। জনশক্তি প্রেরণের মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্দেশ্যে ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রতিষ্ঠা করে ।

বোয়েসেলের প্রধান উদ্দেশ্য হলো স্বচ্ছতার সাথে স্বল্প ব্যয়ে সঠিক কাজে সঠিক কর্মী বিদেশে প্রেরণের মাধ্যমে পারস্পারিক বিশ্বাস স্থাপন, সর্বোৎকৃষ্ট সেবা প্রদান এবং অন্যদের তুলনায় কম ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণ। বোয়েসেল একমাত্র সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান যা বেসরকারি মালিকানাধীন রিক্রটিং এজেন্সির সাথে প্রতিযোগিতা করে স্বল্প ব্যয়ে স্বচ্ছতার সাথে ন্যূনতম অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণ নিশ্চিত করে।

বোয়েসেল বিদেশী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে স্বল্পতম সময় স্বল্পখরচে স্বচ্ছতার সাথে দ্রুত সেবা প্রদানের মাধ্যমে তাদের সন্তুষ্টির সাথে কাজ করে থাকে। বোয়েসেল যে সকল দেশের লোক পাঠায় তার মধ্যে উন্নত রাষ্ট্র দক্ষিণ কোরিয়া অন্যতম। এই দক্ষিণ কোরিয়ার যাওয়ার জন্য প্রতিবছর লটারি অনুষ্ঠিত হয়। এই লটারিতে উত্তীর্ণ হওয়ার পরে পরীক্ষা দিয়ে তারপরে অনেকগুলো ধাপ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। হাজারো স্বপ্নবাজ এই প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়া গিয়ে নিজেদের জীবন উন্নয়ন করেছে।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট,শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ।






#কোরিয়া_লটারি
#Boesl
#বোয়েসেল

show more

Share/Embed