Encore - Srotoshinni (স্রোতস্বিনী ) // [slowed & reverb]
SLOWED SLOWED
749 subscribers
449 views
8

 Published On Jan 15, 2024

if you like slowed songs - you are welcome!
স্রোতস্বিনী বাংলা লিরিক্সঃ------------------

শ্রাবন ধারায়
এতো চেনা কি খুঁজে পাও,
যা আমার মাঝে নেই
এক বিন্দু পরিমাণ।
আমার সরল রেখার চিন্তা ধারায়,
আরারি করে দাগ কাটো কেনো?
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জল এই ভেজো,
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো।
তবে তাই যদি হয়
করি নাকো ভয়,
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়।
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান।
পাহাড় চূড়ায়,
বেয়ে আকাশ তো ছুতে দেখিনি,
স্রোতস্বিনীর হাওয়ায়
পারি দাও সমুদ্দুর।
আছড়ে পরে সে ঢেউ,
আমার বুকে দুরন্ত বেগে,
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো,
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো।
তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আধার রাত
ঘনিয়ে হবে সুর্যদ্বয়।

show more

Share/Embed