মহিষাসুরমর্দিনী | Birendra Krishna Bhadra | মহালয়া | Full Lyrics | Mahishasura Mardini I Mahalaya
Old Gold 72 Old Gold 72
1.03K subscribers
33,725 views
418

 Published On Sep 26, 2024

মহিষাসুরমর্দিনী (Mahishasura Mardini)

মহালয়ার পুণ্য প্রভাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে 'মহিষাসুরমর্দিনী'-র চন্ডীপাঠ সমস্ত প্রকৃতিতে ধ্বনিত হয়ে দেবীপক্ষের সূচনা হয়। বাণীকুমার পঙ্কজ কুমার মল্লিক ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এ এক কালজয়ী শিল্প সৃষ্টিকর্ম। ১৯৩২ সালে ষষ্ঠীর ভোরে প্রথমবার সম্প্রচার হয় এই 'মহিষাসুরমর্দিনী'। প্রণয়নে বানীকুমার, সুর সংযোজনায় পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও চণ্ডীপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই সূচনা। এরপর শুধুমাত্র ১৯৭৬ সাল বাদে আজও একই ধারায় আকাশবাণীতে অমর হয়ে রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়ার অনুষ্ঠান।
ছেলেবেলা থেকেই আমি, ব্যারাকপুরের বাসিন্দা, শ্রী হিমাদ্রি ভূষণ মল্লিক (Himadri Bhusan Mallik), এই অনুষ্ঠানটির প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট ছিলাম এবং তখন থেকেই লক্ষ্য করেছিলাম আমার পিতৃদেব শ্রী প্রশান্ত কুমার মল্লিক (Prasanta Kumar Mallik) এই অনুষ্ঠানটি শুনতে শুনতে খাতা পেন নিয়ে বসে একমনে কী যেন লিখতেন। পরবর্তীকালে জানতে পারি তিনি এই অনুষ্ঠানটির পুরো লিরিক্স তৈরি করার চেষ্টা করেছেন। তাঁর এই মহৎ প্রয়াসকেই প্রতিষ্ঠিত করার ইচ্ছে জাগে আমার মনে। মহামায়ের শ্রী চরণে আমার এই ইচ্ছে জানিয়ে ও অনুমতি চেয়ে, পিতৃদেবের আশীর্বাদে ও সহযোগিতায় আমি এই কাজটি সম্পূর্ণ নিখুঁতভাবে এবং নির্ভুলভাবে করার আপ্রাণ চেষ্টা করেছি। আমার পিতৃদেবেরই রেডিও থেকে রেকর্ডিং করা এই অনুষ্ঠানটি প্রতিটি সঙ্গীত শিল্পীর ছবি ও নাম সহ পুরো লিরিক্স আজ আপনাদের সামনে তুলে ধরলাম। সমস্ত যন্ত্রশিল্পীদেরও নাম এখনে উল্লেখ করা আছে। আপ্রাণ চেষ্টা করেছি নির্ভুল ভাবে তৈরী করার, তবুও কোথাও যদি ত্রুটি থেকে যায় সেটি আমার সম্পূর্ণ অনিচ্ছাকৃত, তার জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। উপভোগ করুন এই অনুষ্ঠানটি, হয়তো আরও ভালো লাগবে।

আমার এই "Old Gold 72" চ্যানেলটিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আরও একটি অমূল্য অবদান "মহাভারতের কথা" সপ্তাহে একটি করে খণ্ড নিয়মিত প্রকাশিত হয়। এটিও রেডিও থেকে আমার পিতৃদেব সংগ্রহ করা, যা আজও অনেকেরই কাছে অজানা। বিশদ বিবরণ ঐ ভিডিওগুলির Description এ দেওয়া আছে। Subscribe করে পাশে থাকুন আর উপভোগ করুন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আরও একটি অমূল্য অবদান ।

show more

Share/Embed