জমিদার দর্পণ নাটক।
সাহিত্য সম্ভার সাহিত্য সম্ভার
5.04K subscribers
7,702 views
148

 Published On Oct 28, 2020

আজকের পর্বে আমি পাঠ করছি মীর মশাররফ হোসেন এর লেখা নাটক জমিদার দর্পণ।

মীর মশাররফ হোসেন কাল্পনিক বিষয় নিয়ে নয়, বরং বাস্তব ঘটনা অবলম্বনে নাটক লিখেছেন। তিনি জমীদার দর্পণ-এর ‘উপহার’ অংশে লিখেছেন—‘জমীদার বংশে আমার জন্ম, আত্মীয় স্বজন সকলেই জমীদার, সুতরাং জমীদারের ছবি অঙ্কিত করিতে বিশেষ আয়াশ আবশ্যক নহে।’ অর্থাৎ আরোপিত ধারণা তিনি পুস্তকাবদ্ধ করেননি, বরং বেশ সাবলীলভাবেই তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করেছেন এই নাটকে। এই নাটকের ঘটনা বাস্তবতার ওপর ভিত্তি করে লেখা। নাটকের ‘প্রস্তাবনা’ অংশে সূত্রধার বলেছে, ‘জমীদার দর্পণ নাটকে যে নকশাটি এঁকেছে, তার কিছুই সাজানো নয়, অবিকল ছবি তুলেছে।

নাটকটির রচনাকাল -১২৭৯ বঙ্গাব্দ, কুষ্টিয়া, লাহিড়ী পাড়া।

নাটকটি কলকাতার সিমুলিয়া ২০১ কর্ণওয়ালিস স্ট্রিট থেকে শ্রীরামসর্বস্ব চক্রবর্তী কর্তৃক মুদ্রিত হয়।

নাটকটি উৎসর্গ করা হয়েছে শ্রীযুক্ত মীর মহম্মদ আলী সাহেবকে।



#জমিদারদর্পণ
#Jamidardorpon
#ugcnet
#ntanet

show more

Share/Embed