শোধন করা আলকুশির চমৎকার কাজ।আলকুশি শোধন পদ্ধতি। আলকুশির কার্যকারিতা। Alkushi Seed
Krishi Post Krishi Post
3.84K subscribers
99 views
5

 Published On May 30, 2024

#আলকুশি
#Alkushi
#alkushi_seed
#আলকুশি_বীজ
#নাটোর_ ঔষধি_গ্রাম

প্রতিবেদনের জন্য যোগাযোগ
কৃষি পোস্ট
মোবাইল নাম্বার 01727818655

আলকুশির জন্য যোগাযোগ 01758826776

জংলা আলকুশির উপকারিতা

প্রায় ২ হাজার বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রে গুরুত্বপূর্ন ঔষধি ভেষজ হিসেবে আলকুশি ব্যবহারিত হয়ে আসছে। পোকা-মাকড়ের কামড়, আমাশয়, শারীরিক দুর্বলতা, সর্দি-কাশি সহ নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভের জন্য আলকুশি ব্যবহার হয়।

আলকুশি পাওডার বা যে কোন প্রকার ভেষজ ঔষধের জন্য যোগাযোগ করুন
প্রফাইটর ঃ মোঃ মকবুল হোসেন
বায়েজিদ ভেষজ ভান্ডার
খোলাবারিয়া ঔষধি, গ্রাম নাটোর
মোবাইল নাম্বার 01758826776

আলকুশি অনেকটা সিমগাছের মতো এবং ছোট ছোট মোমদ্বারা আবৃত, ৪ থেকে ৬ টা বীজ থাকে। প্রতিটি বীজ ৫৫ থেকে ৮৫ গ্রাম ওজন হয়। পাহাড়ি ফুড

এই বীজের পাউডার একটি প্রাকৃতিক শক্তির উৎস, যা শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। আলকুশির শোধিত বীজের পাউডার দেহের পুষ্টিহীনতা পূরণ করতে সাহায্য করে এবং দেহের প্রয়োজনীয় ভিটামিনের অভাব দূর করে।

মধ্য আমেরিকায় আলকুশি বীজ আগুনে ভেজে চূর্ণ করা হয় কফির বিকল্প হিসেবে। এ কারণে ব্রাজিলসহ অন্যান্য দেশে এর প্রচলিত নাম হচ্ছে নেস ক্যাফে।

আলকুশির শোধিত বীজের গুড়া বা পাউডার প্রত্যেক পুরুষদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। আলকুশি বীজ সেবনে দুর্বলতা, শক্তিহীনতা ইত্যাদি ক্ষেত্রে অসাধারন উপকারী। আলকুশি বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়, শারীরিক দুর্বলতা দূর হয়, শুক্র বৃদ্ধি ও গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে।

শোধিত আলকুশি বীজের পাউডারে ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আমিনো অ্যাসিড ইত্যাদি সহ প্রাকৃতিক উপাদানে ভরপুর। এর মধ্যে ক্যালসিয়াম- হাড় পুনঃগঠনে ও আয়রন- রক্তস্বল্পতা দূর করতে এর ভূমিকা ব্যপক।

এর শিকড়ের রসে জ্বর, সর্দি-কাশিতে উপকারী। পোকা মাকড়ের কামড়ে বা শাপ-বিচ্ছুর দংশনে আলকুশীর বীজের গুড়া লাগালে যন্ত্রণা কমে যায়।

এর শিকড়ের রস এক চামচ করে একমাস খেলে আমাশয় রোগ ভাল হয়। আলকুশির পাতার রস ফোঁড়ায় দিলে অচিরেই সেটি ফেটে যায়। শিকড়ের রস জীবজন্তুর গায়ের ঘায়ে লাগালে ক্ষত দ্রুত সরে যায়।

show more

Share/Embed