বল সুন্দরী কুল চাষ। মাত্র 9 মাসে বলসুন্দরী কুলের বাম্পার ফলন পেলেন কৃষক সেলিম বিশ্বাস। উৎপাদন রহস্য।
Banijjik Krishi Banijjik Krishi
66.5K subscribers
17,771 views
271

 Published On Feb 2, 2021

বল সুন্দরী কুল চাষ। বলসুন্দরী কুলের বাম্পার ফলন পেলেন কৃষক জাবালুল বাশার সেলিম। এত ভালো বলসুন্দরী কুল উৎপাদনের রহস্য। কোয়ালিটি ফল উৎপাদনে কৃষি উদ্যেক্তা জাবালুল বাসার সেলিম চাচা অত্যান্ত দক্ষ। তিনি এ বছর বল সুন্দরী কুলের বাম্পার ফলন পেয়েছেন। বাজারে তার উৎপাদিত কুল বেশি দামে বিক্রি হচ্ছে। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য তিনি আমাদের জানিয়েছেন যা একজন উদ্যেক্তাদের সফল হতে সাহায্যে করবে। বাংলার আপলে খ্যাত বলসুন্দরী কুল বর্তমানে সময়ে ব্যাপক লাভজনক একটি চাষ। আশা করি উদ্যেক্তাগণ সঠিক নিয়মে এই কুল চাষ করে লাভবান হবেন এবং এই কুল চাষের মাধ্যমে আত্মকর্মস্থানের সুযোগ তৈরী হবে বলে আমাদের বিশ্বাস। কৃষিই সমৃদ্ধি।
বিস্তারিত তথ্যের জন্য যোগযোগ উদ্যেক্তা সেলিম বিশ্বাস-01715-792823
#Banijjik_krishi #বলসুন্দারী_কুল_চাষ

show more

Share/Embed