Antyodoy Anath Ashram এর ভাসমান’ জৈব সবজি বাগান
Antyodoy Anath Ashram Antyodoy Anath Ashram
973 subscribers
163 views
17

 Published On Sep 23, 2023

Antyodoy Anath Ashram এর ভাসমান’ জৈব সবজি বাগান
#organicvegetables
করোনার সময় ভাবনাটা মাথায় এসেছিল। কিভাবে কম জায়গার ওপর বহু মানুষের মুখের গ্রাস তৈরি করা যায় । পুকুর ও জায়গা মিলে তিন একর । সেই জায়গা বাড়ানোর একমাত্র উপায় হল পুকুরকে ব্যবহার করা । পুকুর পাড়ে অনেকেই সবজি চাষ করেন । কিন্তু এখানে পুকুরের চারপাশে একটা সবুজের বলয় তৈরি করা হয়েছে । প্রাথমিক ভাবনা ছিল পুকুরের চারপাশে টুপির মত মাচা তৈরি করে যদি লতানো সবজি ফলানো যায় তাহলে উৎপাদন বাড়বে । এর সাথে সাথে পুকুরে মাছ চুরিও ঠেকানো যাবে ।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের পাঁউশি অনাথ অন্ত্যোদয় আশ্রমের এই বাগান দেখে খুশি স্থানীয় ব্লক প্রশাসনও । ভগবানপুর ২ নং ব্লকের বিডিও জয়দেব মণ্ডল জানান , আমি নিজে ওই সবজি খেত দেখেছি । অভিনব উপায়ে চাষ করা হচ্ছে । প্রচুর সবজি হচ্ছে । আশ্রমের আবাসিকদের খেয়েও বেশি হওয়া সবজি বিক্রি করছেন ওঁরা । এই ভাবে উদ্যোগ নেওয়া দরকার। কীটনাশক না ব্যবহার না করে এভাবে ফলন হওয়া দৃষ্টান্ত ।
তিন একর জায়গার ওপর রয়েছে এক ভাসমান বাগান । রয়েছে চারটি বিরাট পুকুর ।পুকুরে রয়েছে নানা জাতের দেশীয় মাছ । রুই , কাতলা , শোল , মাগুরের বৃদ্ধি দেখার মত । জানা গেল , মাছের বৃদ্ধি স্বাভাবিকের বেশি । এই চারটি পুকুরের চারপাশেই রয়েছে এই ভাসমান বাগান । বাঁশের মাচা বেঁধে এই বাগান তৈরি করা করা হয়েছে । এই বাগানে রয়েছে সিজনের নানা সবজি । এর মধ্যে কুমড়ো ,লাউ , উচ্ছা , বেগুন , বরবটি , শসা , ভেন্ডি , ঝিঙা, পটল , চিচিঙ্গা সহ নানা সবজি । । এই মরসুমে এখন পর্যন্ত কুমড়ো তোলা হয়েছে ২২ কুইন্টাল । গাছে রয়েছে আরও কয়েক কুইন্টাল কুমড়ো ।ল একই রকম ফলন হয়েছে লাউ , উচ্ছা সহ যাবতীয় সবজির । কুইন্টাল, কুইন্টাল সবজি তৈরি হচ্ছে এই ভাসমান বাগানে ।
এই আশ্রমের কর্ণধার বলরাম করন জানান , আমাদের এই বাগানের সবজি জৈব সারে তৈরি করা । কোনধরনের রাসায়নিক ব্যবহার করা হয়না । বিপুল পরিমাণ সবজি কাজে লাগে নানা ভাবে । বলরাম জানান , আমাদের এই বাগান থেকে পাওয়া সবজি দিয়েই বহু মানুষের অন্ন সংস্থান হয় । বলরাম হিসেব দিলেন , পাঁউশি আশ্রমে ২০০ জন আবাসিক রয়েছে । এদের দিনের সবজি – তরকারি এই বাগান থেকেই পাওয়া যায় । পাঁউশি আশ্রমের আর একটি শাখা স্নেহছায়া শিশু আবাসন( হোম ) এর ৭০ জন আবাসিক ৩০ জন কর্মীর সব্জির জোগান যায় এখান থেকেই । এছাড়া সরকার অনুমোদিত একটি শিশু শিক্ষাকেন্দ্র চলে । এই শিশু শিক্ষাকেন্দ্রের পড়ুয়ার সংখ্যা ২৭৫ জন ।এদের মিড ডে মিলের শাক – সবজি ও পুষ্টির জোগান হয় এই বাগান থেকেই । পাঁউশির এই বাগানের কুইন্টাল ,কুইন্টাল সবজি তলা হয় ছোট নৌকা করে আবার পুকুরে নেমে । কিভাবে পরিচর্যা করা হয় ? জানা গেল আশ্রমের মহিলা ও পুরুষরা মিলেই এই কাজ করেন । রয়েছে কৃষিমন্ত্রী । দুই কৃষি মন্ত্রী সন্ধ্যা পয়ড়া ও রাজীব খাটূয়া ।এরা আশ্রমিক । আশ্রমের মন্ত্রীসভা রয়েছে । সেই মন্ত্রীসভায় কারা কোন দায়িত্বে আছেন তার তালিকা টাঙানো রয়েছে । এরা জানান, আমাদের এই ভাসমান বাগানে ঝিঙে গাছে যখন হলুদ ফুল ফোটে তখন দেখতে খুব ভালো লাগে । আমাদের পুকুরের চারপাশে মাটি তৈরি করা হয় । খত , গোবর , চুন , বালি দিয়ে চাষের মাটি তৈরি করা হয় । এরপরে পুকুরগুলির চারপাশে লাগিয়ে দেওয়া শোধন দেওয়া বীজ । সেই বীজ দিয়েই গাছ বেরোলে মাচানে তুলে দেওয়া হয় গাছ । কিভাবে এই ধরনের ভাসমান বাগান তৈরির পরিকল্পনা এল ? বলরাম জানান , পুকুরে পর্যাপ্ত মাছ রয়েছে । পুকুরের চারপাশে গাছ লাগিয়ে সেই গাছকে পুকুরের একটা বড় অংশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয় । এরফলে পুকুরের নিচে ছায়া থাকে । এই ছায়ায় মাছ রদের সময় বিশ্রাম নিতে পারে । শুধু তাই নয় পুকুরের চারপাশে বেড়ার মত মাচান পুকুরগুলি সুরক্ষিত রাখে । এরফলে মাছ চুরি হয়না । মাছের স্বাস্থ্য ভালো থাকে । পুকুরের জল ভালো থাকলে মাছ ভালো থাকবে – এটা আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি । গাছের রোগ বালাই নিয়ে অবশ্য নিজস্ব পদ্ধতি রয়েছে বলে জানান আশ্রমিকরা । গাছের দেখভাল করেন সুকুমার সামন্ত,
অশ্বিনী বারিকরা । এরা জানান, কোনধরনের কীটনাশক ব্যবহার করা হয়না । নিম পাতার রস স্প্রে করেই গাছের রোগ বালাই ও পোকা মারা হয় । বীজ বাছাই এর ক্ষেত্রেও নিজেরাও ভাল সবজি থেকেই তৈরি করা হয় । বড় কুমড়ো থেকে বীজ নিয়ে শোধন করা হয় । অন্য সবজির ক্ষেত্রেও এক পদ্ধতি ব্যবহার করা হয় । আবার অনেক ক্ষেত্রে ব্লক - কৃষি বিভাগ থেকে এই বীজ আনা হয় । জানা গেল এবার রেকর্ড পরিমাণ উচ্ছে হওয়ায় বিক্রি করতে হয়েছে ।আশ্রমের বহু অনাথ মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে । তারাও যখন আশ্রমে আসেন বা আশ্রমের সাথে নানা ভাবে যুক্ত মানুষজন নিজের হাতেই সবজি ভেঙে ব্যাগ ভর্তি করেই নিয়ে যান । বলরাম জানান , এর জন্য কোন দাম নেওয়া হয়না ।
সৌজন্যেঃ- Jounalist Arif Ikbal Khan
______________________________________________________________________
ANTYODOY ANATH ASHRAM PAUNSI
Vill+P.O.-Paushi, Block-Bhagawanpur-II, PS-Bhupatinagar
Dist-Purba Medinipur, Pin-721444
West Bengal, India
Contact-9932671081, 8536835042 (Whatsapp)
Email:- [email protected]
http://antyodoy.org/
  / antyodoyofficial  
   / antyodoyofficial  
  / antyodoyofficial  
  / aaapofficial  
  / antyodoyofficial  

show more

Share/Embed