জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবীতে কাছাড় জেলা উপায়ুক্তকে স্মারকলিপি প্রদান।
News Bengal 365 News Bengal 365
1.24K subscribers
40 views
0

 Published On Sep 30, 2024

জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবীতে কাছাড় জেলা উপায়ুক্তকে স্মারকলিপি প্রদান।

সুস্মিতা দাস, নিউজ বেঙ্গল 365, করিমগঞ্জ: দূর্গা পুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবীতে কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে স্মারকলিপি প্রদান করলো কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ।
রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দূর্গা পুজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ সহ তাঁদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন।
এদিকে, অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান, গত ১০/১৫ বছর থেকে বিনা বেতনে কাজ করে আসছিলেন তারা। বিগত সরকার আসার পর বিভাগীয় মন্ত্রীর নির্দেশে মতে জলমিত্ররা পঞ্চায়েতের মাধ্যমে মাত্র ৬ হাজার ৫০০ টাকা বেতন দেওয়ার কথা হয়। এর মধ্যে ৬ থেকে ৭ মাস পর্যন্ত অতিক্রম হলেও অনেক জলমিত্ররা বেতন পাচ্ছেন না। কোন জিপিতে প্রতিটি মাসে বেতন আনতে গিয়ে পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সচিব এবং ইউজার কমিটির কাছে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়, সেই জন্য বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করে তাদের বেতনের ৬৫০০ টাকা জলমিত্রের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য দাবি জানান। তাদের দাবি মেনে নিয়ে গত কয়েকদিন আগে বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিক জেলা পরিষদ এবং জেলা উপায়ুক্তকে নির্দেশ দেন বেতনের টাকা জলমিত্রদের একাউন্টে দেওয়ার জন্য। তাই তারা বিভাগীয় আধিকারিক এবং বিভাগীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান। কিন্তু সেই নির্দেশ অন্যান্য জেলাতে কার্যক্রম হলেও কাছাড় জেলাতে এখনো কার্যক্রম হয়নি। সেই জন্য কাছাড় জেলার জলমিত্ররা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন।
তাই জলমিত্ররা কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে অনুরোধ করেন দূর্গা পুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য। অন্যথায় তারা আন্দোলনে বসতে বাধ্য হবেন।
এদিন স্মারকলিপি প্রধানের সময় উপস্থিত ছিলেন
কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র  কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদ লস্কর, সম্পাদক সুব্রত দাস, হিমাংশু আচার্য, গৌতম দাস, শিবনাথ ঠাকুর, দিজুমনি রাজবংশি, আহাদুর রহমান খান, আকবর হোসেন লস্কর, সঞ্জিব দাস প্রমুখ।
#newsbengal365 #Karimganj #assam #Cachar #Silchar #kachar

show more

Share/Embed