সুবর্ণ নাগরিক কার্ড জন্য DIS আবেদন ফর্ম পূরন নিয়ম | প্রতিবন্ধী আইডি কার্ড প্রাপ্তির আবেদন ফর্ম
Tech And Touch Tech And Touch
49.2K subscribers
22,278 views
408

 Published On Premiered Aug 19, 2023

সুবর্ণ নাগরিক কার্ড জন্য আবেদন ফর্ম পূরন সম্পূর্ন নিয়ম | প্রতিবন্ধী আইডি কার্ড প্রাপ্তির আবেদন ফর্

প্রতিবন্ধী কার্ড করার নিয়ম ২০২৩,প্রতিবন্ধী আইডি কার্ড প্রাপ্তির অনলাইন আবেদনে ২০২৩,DIS,DSS,প্রতিবন্ধী আইডি কার্ড প্রাপ্তির অনলাইন আবেদনে,প্রতিবন্ধী কার্ডের জন্য অনলাইনে আবেদন ২০২৩,সুবর্ণ নাগরিক কার্ডের জন্য অনলাইন আবেদন,প্রতিবন্ধীতার পরিচয় পত্র,প্রতিবন্ধী সনাক্ত করন জরিপ অনলাইন আবেদন,প্রতিবন্ধী আইডি কার্ড,প্রতিবন্ধী কারর্ডের অনলাইন আবেদন,প্রতিবন্ধী কার্ড পাওয়ার অনলাইন আবেদন ২০২৩,প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী আইডি কার্ড পাওয়ার অনলাইন আবেদন ২০২৩,

প্রতিবন্ধীতার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রাপ্তির ক্ষেত্রে অনলাইনে আবেদনের নির্দেশনা-

প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ কর্মসূচিতে অনলাইনে আবেদনের জন্য আপনাকে স্বাগতম
প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে । উক্ত আইনের ৩১(১) ধারায় প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয় পত্র প্রদানের নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে, প্রতিবন্ধীতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্টপূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠী’র সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত ২০১৩ সাল হতে শুরু করে নিয়মিত জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য ওয়েববেইজড এ্যাপ্লিকেশনসহ Disability Information System (www.dis.gov.bd) ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে যা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

প্রতিবন্ধীতার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নরুপ নির্দেশনা অনুসরণ করতে হবে:-

১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক অথবা কোন সংস্থা এই সাইট ব্যবহার করবেন।
৩. আবেদনকারীর জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
৪. আবেদন ফরম এর মধ্যে আবেদনকারীর স্বাক্ষর এর জায়গায় স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে।
৫. ভেলিড মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস থাকতে হবে।
৬. অনলাইন আবেদন ফরমটি আবেদনকারীর বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে দাখিল হবে।
৭. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সময় অনুযায়ী ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হতে হবে।
৮. ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হবার সময় অনলাইন আবেদন ফরম সাবমিটের প্রেক্ষিতে প্রাপ্ত প্রিন্টেড কপি সাথে আনতে হবে।
৯. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে এসএমএস পাওয়ার পর পরিচয় পত্র (আইডি কার্ড) সংগ্রহ করতে হবে।


প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের যোগ্যতা

সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র নিতে হবে
মাথাপিছু বার্ষিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার উর্ধে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে।
৬ (ছয়) বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধীকে ভাতা প্রদানের জন্য বিবেচনায় নিতে হবে।
বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির অযোগ্যতা

সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে
অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে
কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।

প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম

প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য উপরোক্ত যোগ্যতা ও শর্ত পূরণ করলে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে সঠিকভাবে আবেদন করার পর, আবেদনের প্রিন্ট কপিতে ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনটি যাচাই বাছাইয়ের পর ভাতাভোগী হিসেবে নির্বাচন করা হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার টাকা পাওয়া যাবে।





আবার আবেদনের একটি নির্দিষ্ট সময় থাকে। যখন নতুন আবেদন গ্রহণ করা হয় তখনি ওয়েবসাইটে আবেদন করা যাবে।

https://www.dis.gov.bd/Documents/DisF...

𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝗶𝗻𝗳𝗼𝗿𝗺𝗮𝘁𝗶𝗼𝗻 𝗕𝘆 𝗧𝗲𝗰𝗵 𝗔𝗻𝗱 𝗧𝗼𝘂𝗰𝗵
Call US _ +8809696587467
Website -
Facebook -   / opurayhan.rh  
Blogspot- https://techandtouchbd.blogspot.com/
Join us -   / 13177.  .
Hashtag- #প্রতিবন্ধী_ভাতা #সুবর্ণ_নাগরিক_কার্ড #TechAndTouch
Messenger https://m.me/j/AbaIxAy83T8ZCrhk/
Sponsor mail- [email protected]

💖 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠, 𝐬𝐭𝐚𝐲 𝐰𝐢𝐭𝐡 𝐓𝐞𝐜𝐡_𝐚𝐧𝐝_𝐭𝐨𝐮𝐜𝐡💖

show more

Share/Embed