লতিরাজ কচুর গাছে ফুল আসলে কি করবেন?/ লতিরাজ কচুর গাছের ফুল কিভাবে কাটবেন?
Asad agro Asad agro
9.85K subscribers
14,613 views
280

 Published On Jun 30, 2021

লতিরাজ কচু-১ এ সাধারনত ৬থেকে ৭ মাস বয়সে ফুল আসে, আর গাছে ফুল আসার আগে ও পরে লতি কমে যায়। তাই খুব তাড়াতারি ফুল কেটে বা ভেঙ্গে দিতে হয়। গাছে ফুল আসলে দুটি অংশ হয়। দুই অংশ হাত দিয়ে ধরে ফুল অংশ টান দিলে তা ভেঙ্গে যায়। বা কেটে দিতে হয়। ৩৩ শতাংশ এ ২০ কেজি টি,এস,পি ও ১০ কেজি ইউরিয়া দিলে তা খুব তাড়াতারি গাছে পুনরায় লতি আসে।

show more

Share/Embed