অ/ত্যা/চা/রী কাশীপুর জমিদার বাড়ি, চুয়াডাঙ্গা | kashipur jomidar bari,
Time Travel Time Travel
209 subscribers
666 views
7

 Published On Aug 21, 2024

১৮৬১ সালে নির্মিত হয় এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটিতে থাকতেন তৎকালীন সময়ের জমিদার মিনায় কুমার ও বিনয় কুমার।তারা ছিলেন অত্যন্ত অত্যাচারী। তারা গ্রামের অধিবাসীর ওপর জুলুম-নির্যাতন করতেন। এজন্য গ্রামের অধিবাসীরা সব সময় আতঙ্কিত ছিল।

১৯৪৭ সালের ১৪-১৫ আগস্টের পূর্বে কাশীপুর জমিদার বাড়িটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত ছিল।বর্তমানে এখানকার বসবাসকারী বাসিন্দাদের পূর্বপুরুষগণের সাথে মিনায় কুমার ও বিনয় কুমার ১২০০ বিঘা জমি বিনিময় করে সপরিবারে ভারত গমন করেন।এর মাধ্যমে বিনয় কুমার মজুমদারের জমিদার প্রথা বিলুপ্তি ঘটে এবং গ্রামের অধিবাসীরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে।
জমিদার বাড়িটিতে এখনও জমিদারের ব্যবহৃত নানা জিনিসপত্র রয়েছে। সেগুলো মধ্যে রয়েছে- সোফা, টেবিল, খাট-পালঙ্কসহ আরও নানা জিনিসপত্র। এছাড়া এখানে পানি উপরে উত্তোলনের জন্য সেই বিশেষ মোটরটিএখনও বিদ্যমান। জমিদার বাড়িটিতে আরও রয়েছে গোলাঘর ও কুয়া।জমিদার বাড়িটির প্রধান ফটকের সম্মুখে একটি কৃষ্ণচূড়া ও বট গাছ বিদ্যমান আছে।বর্তমানে এই বাড়িতে কাবিল এবং হাবিল নামে দুই ভাই বসবাসরত আছেন। তারা এই বাড়ির প্রসঙ্গে বলেন যে এই বাড়িটিতে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরও তারা এখানে বসবাস করছে।



#কাশীপুর জমিদার বাড়ি

#কাশীপুর রাজবাড়ী

#কাশীপুর উদ্যানবাটী

#kashimpur jomidar bari

#kashipur jomidar bari

#unfrezzmyaccount

#history

#india

show more

Share/Embed