আগে ১০ হাজার টাকা সেল করার স্বপ্ন ছিল আর এখন দৈনিক সেল ১ লাখ টাকার বেশি !
Fahmid Al Nayem Fahmid Al Nayem
343K subscribers
45,535 views
5.2K

 Published On Oct 8, 2024

আগে ১০ হাজার টাকা সেল করার স্বপ্ন ছিল আর এখন দৈনিক সেল ১ লাখ টাকার বেশি ! | StepUp Workshop Success Story | Fahmid Al Nayem

ওয়ার্কশপের যাবতীয় আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুনঃ
  / stepup4u  

বিজনেস ওয়ার্কশপের সকল সাকসেস স্টোরিঃ
   • StepUp Workshop Success Story  

StepUp Business Workshop হচ্ছে অনলাইন বিজনেসের One Stop সলিউশন। একটি সাকসেসফুল Business শুরু করার জন্য যাবতীয় রিসোর্স Business Workshop এ প্রোভাইড করা হয়।

ইসমাইল হোসাইন হলেন StepUp Business Workshop এর প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট। উনি কুমিল্লায় একটা সুপারশপ এর মাধ্যমে বিজনেস শুরু করেন।কভিড ১৯ এর পর তার সুপারশপ বিজনেসের অবস্থা খারাপ হওয়া শুরু করে।

পরবর্তিতে ইসমাইল হোসাইন Online এ eCommerce Business শুরু করেন। StepUp Business Workshop এ জয়েন হওয়ার আগে অনলাইন বিজনেস নিয়ে ইসমাইল হোসাইনের সঠিক নলেজ না থাকায় ই-কমার্স বিজনেস থেকে তেমন একটা সেল জেনারেট করতে পারেনি ।

তবে Business Workshop এ আমাদের সঠিক গাইডলাইন পাওয়ার পাশাপাশি উনার নিজের অদম্য পরিশ্রমের ফলে মাত্র ৪ মাসে ৫৫ লাখ টাকার বেশি সেল করতে সক্ষম হন।

StepUp Business Workshop এর সাপোর্টে উনি কিভাবে সফল উদ্যোক্তা হলেন তার এই জার্নিটি এই ভিডিও তে উনি শেয়ার করেছেন।

এই ভিডিও সিরিজ প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিজনেসে মটিভেট করে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যেনো সফলদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে শিক্ষা নিতে পারেন।

আগে ১০ হাজার টাকা সেল করার স্বপ্ন ছিল আর এখন দৈনিক সেল ১ লাখ টাকার বেশি ! ! | StepUp Workshop Success Story | Fahmid Al Nayem

show more

Share/Embed