"মুহূর্ত", কবি - মাহবুব আজিজ, কণ্ঠে - তাপস কর্মকার
TAPAS KARMAKAR TAPAS KARMAKAR
357 subscribers
43 views
1

 Published On Sep 8, 2024

কবিতা : মুহূর্ত
কবি : মাহবুব আজীজ
আবৃত্তি : তাপস কর্মকার
-----------------------
আমরা মুহূর্তের সত্যে বাঁচি; যদিও
এই কথা আমাদের মনেই থাকে না।
আমরা পিপীলিকার ছাত্র।
তিলতিল করে মুহূর্তাবলী খরচ করে
বানাই ভবিষ্যর্তের রাজহাস;
আমরা হাসি না; পাছে সময় নষ্ট হয় ভেবে।
আমরা ভালোবাসি না; কি লাভ হবে মেপে!
আমাদের সবই ভবিষ্যতের তহবিল।
তাই মুহূর্তকে উপভোগ আমরা করি না ।
তসবিহদানার মতো ভবিষ্যৎ গুনতে গুনতে
একদিন দেখি ভবিষ্যৎ ভবিষ্যৎ-ই রয়ে গেল!
ওটা আর কখনও বর্তমান হলো না।

কবে কি হবে; হতে পারে ভেবে
এই মুহূর্তটিকে নষ্ট করার কোন মানে নেই ।

এক মুহূর্ত সময় নষ্ট না করে চলো আমরা ভালোবাসি-
ভালোবাসাই একমাত্র সত্য- আর সব জলে ফেলি ।

show more

Share/Embed