কক্সবাজার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার সামুদ্রিক মাছের মেলা।2 CoxBazar is the largest wholesale
কৃষি বৈচিত্র্য কৃষি বৈচিত্র্য
7.76K subscribers
267 views
5

 Published On Aug 7, 2021

কক্সবাজার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার সামুদ্রিক মাছের মেলা।2 CoxBazar is the largest wholesale


দুইশত বছরের পুরোনো কক্সবাজার ফিশারি ঘাট, বঙ্গোপসাগরের মোহনায় গড়ে উঠা মৎস্য অবতরণ কেন্দ্র। ১৬শ শতকের প্রথম দিকে পর্তুগীজরা প্রথম আসে ব্যবসার জন্য। প্রতিদিন এখান থেকে কয়েক’শ টন মন কেনা বেচা হয়। দেশের বিভিন্ন অঞ্চলসহ রপ্তানি হয় বিদেশেও। দেশে একই সঙ্গে মিঠা ও নোনাপানির এমন মাছের বাজার এই একটিই। লইট্যা, খাইশ্যা, রূপচাঁদাসহ নাম না জানা নানা ধরণের সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে।



অহরহই পাওয়া যায় এমন সামুদ্রিক মাছের মধ্যে এই বাজারে আরো আছে শাপলা পাতা মাছ, গলদা চিংড়ি, ইলিশ, লাক্ষ্যা, কেচকি, ফাইস্যা, রাঙা চইটকা, নাগরু, মাইট্যা, ছুরি, বোম, বাইন, গুয়াকাটা, তাইল্লা, লইট্যা, বাইল্যা, হো বাইল্যা, পোয়া, গাঙ কৈ, যাত্রিক, সুরমা, চাপিলা, চেউয়া, লাল কাপিলা, কালো কাপিলা ইত্যাদি।


আর মিঠা পানির মাছের মধ্যে রয়েছে প্রাকৃতিক জলাশয়, নদী আর চাষের-রুই, কাতলা, শরপুটি, শিং, মাগুর, কৈ, সিলভার কাপ, গ্রাস কাপ, মিনার কাপ, বিগ্রেড, মৃগেল, ভেটকি, বাটা, নাইলোটিকা, বাগদা চিংড়ি, ইছা চিংড়ি, টাকি, মলা, দেশি পুটি, শরপুটি, তেলাপিয়া, পাঙ্গাস, আইড়, বাইন, তারাবাইন, পিয়া, কাতল, কালবাউশ, বোয়াল, চিতল, ইলিশ, বাঘাইর, বাইল্যা ইত্যাদি।

show more

Share/Embed