আলতাফ মাস্টার ঘাট, রায়পুর, লক্ষ্ণীপুর | লক্ষ্ণীপুর জেলার সবচেয়ে সুন্দর পর্যটন স্পটে একদিন
Vlog The Wanderer Vlog The Wanderer
1.6K subscribers
1,183 views
42

 Published On Sep 8, 2023

আলতাফ মাস্টার ঘাট | Altaf Mastar Ghat

🔥 আলতাফ মাস্টার ঘাট, লক্ষ্ণীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা নদী তীরবর্তী অনিন্দ্য সুন্দর একটি পর্যটন স্পট।

🔥 আলতাফ মাস্টারের ঘাটে গাছের গুড়ি, কাঠ ও বাশেঁর সমন্বয়ে প্রাকৃতিক ধাঁচে তৈরী রেষ্টুরেন্টগুলো আপনাকে প্রকৃতির সন্নিকটে আসার অনুভূতি দিবে।

🔥 একইসাথে মেঘনার অপরুপ সূর্যাস্ত, নদীর সৌন্দর্য, ঘাটের পরিবেশ, রেষ্টুরেন্টগুলোতে ফটোগ্রাফি- সবকিছু মিলিয়ে আলতাফ মাস্টারের ঘাটে ভ্রমণ সার্থক হবে। তাই আপনারা সবাই সেখানে যেতে পারেন।

🔵 Our FB Page:   / vlogthewanderer  

❤️ For Business Inquiry: [email protected]

⚠️ ট্যুর গাইডঃ

🇧🇩 চাঁদপুর হতে আলতাফ মাস্টারের ঘাটঃ

👉 নৌপথে চাঁদপুর আসলে চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রথমে আলগী-গামী (হাইমচর সদর উপজেলা) সিএনজিতে করে আলগী আসতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি ৭০/৮০ টাকা। রিজার্ভ ভাড়া পড়বে ৪০০/৫০০ টাকা।

👉 এরপর আলগী হতে আলতাফ মাস্টার ঘাটে সিএনজি/অটোরিকশা রিজার্ভ করা ছাড়া যাওয়ার উপায় নেই। আলগী হতে আলতাফ মাস্টার ঘাটে রিজার্ভ ভাড়া পড়বে ৫০০/৬০০ টাকা।

👉 আসার পথেও আলতাফ মাস্টার ঘাট হতে একই উপায়ে চাঁদপুর আসতে হবে। তবে আলগী হতে সিএনজি/অটোরিকশা আসা-যাওয়ার জন্য রিজার্ভ করতে পারেন। ভাড়া সেইম পড়বে। অপেক্ষা করিয়ে রাখার জন্য বাড়তি ভাড়া দেয়ার দরকার হয় না।

🇧🇩 লক্ষীপুর সদর হতে আলতাফ মাস্টার ঘাটঃ

👉 লক্ষীপুর সদর হতে প্রথমে সিএনজি/অটোরিকশায় করে রায়পুর উপজেলা সদরে আসতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি ৬০/৭০ টাকা। রিজার্ভ (সিএনজি/অটোরিকশা) ভাড়া পড়বে ৩০০/৪০০ টাকা।

👉 এরপর রায়পুর সদর উপজেলা হতে সিএনজি/অটোরিকশা রিজার্ভ করা ছাড়া যাওয়ার উপায় নেই। রায়পুর সদর হতে আলতাফ মাস্টার ঘাটে রিজার্ভ ভাড়া পড়বে ৩০০/৪০০ টাকা।

👉 আসার পথেও আলতাফ মাস্টার ঘাট হতে একই উপায়ে লক্ষীপুর সদর কিংবা রায়পুর আসতে হবে। তবে সিএনজি/অটোরিকশা আসা-যাওয়ার জন্য রিজার্ভ করতে পারেন। ভাড়া সেইম পড়বে। অপেক্ষা করিয়ে রাখার জন্য বাড়তি ভাড়া দেয়ার দরকার হয় না।

🇧🇩 ঢাকা হতে আলতাফ মাস্টার ঘাটঃ

👉 ঢাকা হতে চাঁদপুর হয়ে রায়পুর, লক্ষীপুর (আলতাফ মাস্টার ঘাট) যাওয়ায় সময় ও দূরত্ব বেশি লাগবে।

👉 তাই ঢাকা হতে লক্ষীপুর জেলাগামী বাসে করে লক্ষীপুর সদরে নেমে রায়পুর আসতে হবে। এরপর রায়পুর হতে আগের উপায়েই আলতাফ মাস্টার ঘাটে আসতে হবে। যাওয়ার প্রসেসও সেইম।

👉 আর ঢাকা হতে লক্ষীপুর আসার পথে বাস রায়পুর হয়ে গেলে রায়পুরে নেমে গিয়ে আলতাফ মাস্টার ঘাটে আসতে আরো সহজ হবে।

👉 নৌপথেও লক্ষীপুর আসা যায়। এক্ষেত্রে ঢাকা হতে সপ্তাহে ১/২ টি লঞ্চ লক্ষীপুর আসে। আর তাই নৌযানের সূচী মিলিয়ে লক্ষীপুর আসতে পারেন। এক্ষেত্রে লক্ষীপুর লঞ্চঘাটে নেমে সিএনজি/অটোরিকশা রিজার্ভ করে আসতে হবে। রিজার্ভ ভাড়া পড়বে ২৫০/৩৫০ টাকা।

⛵ Tour With: Md Abdur Rahman, Md Tarek Mahmud and Md Sobuj Sheikh

📷 Video: Nasim Hossain
🖥️ Edit: Nasim Hossain

~~~~🇧🇩❤️🇧🇩~~~~

show more

Share/Embed