সহজ পদ্ধতিতে পলি ট্যাংকে লাভজনক দেশি মাগুরমাছচাষProfitable Magur Culture in Poli Tank by Easy Method
AABD64 AABD64
94.5K subscribers
24,955 views
552

 Published On Jun 15, 2022

সহজ পদ্ধতিতে পলি ট্যাংকে লাভজনক দেশি মাগুর মাছচাষ (Profitable Magur Culture in Poli Tank by Easy Methods)
#ট্যাংকে_মাগুর_মাছ_চাষ_পদ্ধতি #সহজ_পদ্ধতিতে_মাগুর_মাছ_চাষ #মাগুরমাছ #Easy_methods #Tank_aquaculture #Aquaculture
ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
আজকের চাষিঃ দেওয়ান শাহাদাত হোসেন; ঘোসেরহাট; সুতিহাট, মানদা, নওগাঁ
মোবাইল # ০১৭১৬৬৮৮৬৫১
আগামী দিনের মাছচাষ মানেই আধুনিকতা ও প্রযুক্তির সমন্বয়। দেশে জমির দাম বাড়ছে এবং পুকুরের ভাড়াও সমভাবে বৃদ্ধি পাচ্ছে। আবাদি জমিতে মাছচাষ আগামীতে করা যাবে না বলেই মনে হয়। মাছচাষের জমি ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে। ফলে বহুতল ভবনে প্রযুক্তি ভিত্তিক মাছচাষ করতে হবে আমাদের সামনে ক্রমান্বয়ে পরিস্কার হয়ে আসছে। সে রকম একটি প্রয়াশ আজকের হাউজে মাছচাষ প্রতিবেদন। আশা করি অনেকের কাজে লাগবে। বিশের করে যারা বায়োফ্লকে হতাস হয়ে নির্মাণকৃত হাউজ নিয়ে অনেকটা বিপাকে আছেন তাদের আজকের উপস্থাপনা বেশ ভালো লাগবে। দেশি মাগুর মাছ চাষের অধীনে সকল মাছের মধ্যে অন্যতম পুষ্টিকর সুস্বাদু মাছ। হাউজে চাষ করা মাছ সকল ধরনের খারাপ দূষণ থেকে মুক্ত। আমাদের এ উপস্থাপনা কারো কাজে আসলে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে।ইতোমধ্যে চাষি তাঁর মাছ বিক্রয় করেছেন এবং বেশ ভাল দামে মাছ বিক্রয় করেছেন লাভ হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

show more

Share/Embed