আমঝুপি ইউনিয়ন । Amjhupi Union। Meherpur।
Kayaduzzaman Ahad Kayaduzzaman Ahad
39 subscribers
17 views
3

 Published On Oct 5, 2024

আমঝুপি ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার মেহেরপুর উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৬৬.২৩ কি.মি. এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৫৪,৫৮৬ জন।[২] আমঝুপি ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ১২টি ও মৌজার সংখ্যা ০৯টি।
মেহেরপুর শহর হতে আনুমানিক ৬ কিলোমিটার পূর্বে আমঝুপি ইউনিয়ন পরিষদের কার্যালয়টি অবস্থিত। উক্ত অফিসে নিয়মিত অফিস কাযর্ক্রম পরিচালনা করা হয়। প্রায় ২৫.৫৭ বর্গমাইল জায়গা জুড়ে এই ইউনিয়ন পরিষদ অবস্থিত। আমঝুপি ইউনিয়নের উত্তরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে আমদহ ইউনিয়ন পরিষদ, পশ্চিমে মেহেরপুর পৌরসভা এবং পূর্বে বারাদি ইউনিয়ন পরিষদ অবস্থিত।

আমঝুপি ইউনিয়ন পরিষদ হতে সড়ক যোগে মাত্র ০.৫ কি.মি. দুরত্ব। এর ইতিহাস অতিব প্রাচিন।
আমঝুপি নীলকুঠি আমঝুপী অতিব প্রাচিন লোকদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় যে এই নীলকুঠি ঘিরে এই এলাকার মানুষদেরকে দিয়ে ব্রিটিশ সরকার নীল চাষ করিয়ে নেতো। এতে এই এলাকার মানুষ অতিব দুঃখ্যে জীনব যাপন করতো।

Amjhupi Union (Bengali: আমঝুপি ইউনিয়ন) is a union parishad situated at Meherpur Sadar Upazila, in Meherpur District, Khulna Division of Bangladesh. The union has an area of 66.23 square kilometres (25.57 sq mi) and as of 2001 had a population of 27,887. There are 20 villages and 15 mouzas in the union.

show more

Share/Embed