Shyama Naamer। শ্যামা নামের | Piyali Das | Nazrul Geeti | Shyama Sangeet | Devotional Song
Piyali Piyali
1.75K subscribers
275 views
24

 Published On Oct 31, 2021

কাজী নজরুল ইসলাম রচিত ভক্তিগীতিগুলির মধ্যে শ্যামাসঙ্গীত অন্যতম। কখনও কালী তাঁর রচনায় মেয়ে হয়ে ধরা দিয়েছেন, কখনও মা। কখনও কবি স্নেহময় পিতা হয়ে বলেছেন, "আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন", আবার কখনও তিনি কেবলই একজন ভক্ত হয়ে গেয়েছেন, "শ্মশানে জাগিছে শ্যামা", কখনও আবার করেছেন মায়ের রূপবর্ণনা, "মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী"।
এমনই এক নিবেদনের গান, "শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপকাঠিতে"।
এই গানে মায়ের চরণে এক ভক্তের নিজেকে সঁপে দেওয়ার আর্তি আছে। আছে ধূপের সুগন্ধের মতো মায়ের ভক্তি জগৎসংসারে ছড়িয়ে দেওয়ার আকুলতা। এই গানে দেবী ধরা দিয়েছেন মাতৃরূপে। এই গান তাই এক সন্তানের।

show more

Share/Embed