দুম্বার খামার করে সফলতা পেলেন ভৈরবের দুই যুবক । Bijoy TV
BIJOY TV BIJOY TV
1.38M subscribers
5,486 views
91

 Published On Jan 19, 2024

মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সচরাচর দুম্বা দেখা গেলেও নদীমাতৃক বাংলাদেশে এটি খুব একটা চোখে পড়ে না। কিন্তু, মেঘনা পাড়ের কিশোরগঞ্জের ভৈরবের প্রত্যন্ত অঞ্চলে দুম্বার খামার করে সফলতা পেয়েছেন সবুজ ও সোহরাব। সম্পর্কে তারা মামাতো- ফুফাতো ভাই।

২০১৮ সালের শুরুতে ১০ লাখ টাকা পুঁজি নিয়ে মাত্র ৭টি দুম্বা নিয়ে গড়ে তোলেন খামার। মাত্র কয়েক বছরের ব্যবধানেই বেশ কিছু দুম্বা কেনাবেচা করে লাভবান হন তারা। বর্তমানে তাদের খামারে ছোট-বড় মিলেয়ে ৪০টি দুম্বা রয়েছে।

গো-খাদ্যর দাম বেড়ায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সাইলেজ প্রযুক্তিতে খাদ্যের ওপর প্রশিক্ষণ নিয়েছেন সবুজ। এ পদ্বতিতে দুম্বা লালন-পালন করায় খরচ অনেকটা কমে গেছে। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে রোগ প্রতিরোধে বিনামূল্যে পিপিআর টিকাসহ নিয়েছেন সার্বিক সহযোগিতা।

মরুভূমির এই প্রাণী বছরে ২বার ২টি বাচ্চা প্রসব করে থাকে। একেকটি দুম্বা আকার ভেদে বিক্রি হয় দেড় থেকে ২ লাখ টাকায়। কোরবানি ঈদে সব থেকে বেশি বিক্রি হয়। অনলাইনেও দুম্বা বিক্রি করে থাকেন সবুজ ও সোহরাব।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সবুজ ও সোহরাবকে প্রশিক্ষণ প্রদানসহ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।

সবুজ ও সোহরাবের সাফল্য দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ছুটে আসছেন, এমন খামার গড়ে তোলার পরামর্শ নিতে।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

show more

Share/Embed