DIY Hand Sanitizer(Under CDC protocol)|বাড়িতে তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার | Stay away from corona
Obotol Obotol
25.9K subscribers
1,385 views
40

 Published On Mar 21, 2020

করোনা ভাইরাস, বর্তমানের এক আতঙ্কের নাম। চীনে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, সমগ্র ইউরোপ তছনছ করে দক্ষিন এশিয়াতেও এসেছে, যার হাওয়া বাংলাদেশেও লেগেছে
এই ভাইরাস নিয়ে সবচাইতে ভয়ের যায়গা হলে এটি খুবই দ্রুত ছড়ায় এবং এর কোন কার্যকরী ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তবে বেশ কিছু সতর্কতা অবলম্বন করলে এই ভাইরাসের হাত থেকে বেচে থাকা যায়,
যেমন হাত পরিষ্কার রাখা, মাস্ক ব্যবহার করা, আক্রান্ত এলাকা এড়িয়ে যাওয়া। অপ্রয়োজনে বাইরে বের না হওয়া। হাত ধোয়ার জন্য সাবান পানি ব্যবহার করা ভালো। তবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেও
হাত কে জীবানু মুক্ত রাখা যায়। কিন্তু বাংলাদেশের বাজারে হ্যান্ড স্যানিটাইজার নেই বললেই চলে। তাই আপনি চাইলে নিজে নিজেই বাসায় বসে কিছু সস্তা উপকরন ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার বানাতে পারেন।
এর জন্য আপনার লাগবে- অ্যালকোহল, অ্যালোভেরা জেল, হাইড্রোজেন-পার-অক্সাইড,ই-ক্যাপ,এসেন্সিয়াল অয়েল( না হলেও চলবে)।
হ্যান্ড স্যানিটাইজারের সুবিধা হল এটি আপনি যে কোন যায়গায় ব্যবহার করতে পারবেন, এর জন্য আপনার কোন পানি বা অন্য কিছু ব্যবহার করতে হবেনা, হাতের তালুতে ৩ মিলি পরিমাণ নিয়ে মাখিয়ে দিলেই আপনার হাত জীবাণু মুক্ত হয়ে যাবে।
আমাদের আজকের ভিডিওটি কপিরাইট ফ্রি, আপনি যে কোন যায়গায় আপলোড দিতে পারেন। এই হ্যান্ডস্যানিটাইজার তৈরি করতে গিয়ে কোন সমস্যার সম্মুখী হলে আমাদের মেসেজ দিতে পারেন।
সব শেষে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে যথাযথ নিয়ম মেনে চলুন, আল্লাহ্‌ কে ডাকুন।


#Sanitizer #স্যানিটাইজার
Subscribe our Channel-https://goo.gl/jT5HK7
https://www.obotol.com/
  / obotol.m  
  / obotol_m  
  / obotol  
  / obotol_m  

show more

Share/Embed