কৌশিকী আমাবস্যা আগের মুহূর্তে তারাপীঠ || সাধকদের তন্ত্রক্রিয়া😱 || Koushiki Amavasya Tarapith
Explorer Akash Explorer Akash
6.9K subscribers
46,583 views
582

 Published On Sep 14, 2023

#koushikiamavasya #tarapith #tarapithmandir #tarapithvlog #কৌশিকীঅমাবস্যা

Hi I am Akash Adhikari and welcome to my channel Akash vlog.

দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যাশক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যাঁরা, তাঁদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্রমাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালীপুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধিলাভ ঘটে, আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হয় ধুমধাম করে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
-------------------------------------------------------------------------------
কৌশিকী অমাবস্যার মহিমা
পৌরাণিক কাহিনি মতে, শক্তিশালী ও পরাক্রমশালী অসুর শুম্ভ-নিশুম্ভকে হত্যা করতে দেবীর শরীরকোষ থেকে আরও এক দেবী সৃষ্টি হয়। শুরু হয় আদ্যাশক্তি ভগবতীর স্তব। সেই থেকে নাম হয় কৌশিকী। দেবী কৌশিকী সৃষ্টির পর ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন। তারপর থেকে তিনি দেবী কালিকা বা কালী রূপে মর্ত্যে বন্দনা পেয়ে থাকেন। যেহেতু দেহকোষ থেকে এই সৃষ্টি তাই নাম হয় কৌশিকী। কৌশিকী অবতারে রূপ ধারণ করলে কালীর চার হাত, গলায় নরমুণ্ড, দেহে ব্যাঘ্রচর্ম পরিহিত থাকেন। কথিত আছে, এই তিথিতেই সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। তাই এই তিথিতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয়। তাই এই অমাবস্যায় পুজো দিলে সব দিক থেকে শুভ হয়।
---------------------------------------------------------------------------------
#কৌশিকীঅমাবস্যা #তারাপীঠ #কৌশিকীআমাবস্যায়তারাপীঠ #মাতারা #tarapith#birbhum #koushikiamavasya

show more

Share/Embed