ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে। Prano sokhire Oi shon kodombo tole। আব্বাসউদ্দীন আহমেদ এর কন্ঠে ।
Keep Roaming Keep Roaming
3.73K subscribers
344,460 views
5.7K

 Published On May 24, 2021

ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে। Prano sokhire Oi shon kodombo tole। আব্বাসউদ্দীন আহমেদ এর কন্ঠে ।

প্রাণ সখিরে…
ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে।
বংশী বাজায় কে রে সখি, বংশী বাজায় কে।।
আমার মাথার বেনী খুইলা দিমু
তারে আনিয়া দে ।

যে পথ দিয়ে বাজায় বাঁশী
যে পথ দিয়ে যায়
সোনার নুপুর পরে পায়।।
আমার নাকের বেসর তুইলা দেবো সেইনা পথের গায়
আমার গলার হার ছড়িয়ে দেবো সেইনা পথের গায়
যদি হার জড়িয়ে পরে পায়
প্রান সখিরে

যার বাশী এমন সে বা কেমন
জানিস যদি বল সখি করিস না কো ছল
আমার মন বড় চঞ্চল
আমার প্রান বলে তার বাঁশী জানে আমার চোখের জল
আমার মন বলে তার বাঁশী জানে আমার চোখের জল
প্রাণ সখিরে

তরলা বাশের বাঁশী ছিদ্র গোটা ছয়
বাঁশী কতই কথা কয়
নাম ধরিয়া বাজায় বাঁশী রহনও না যায়
ঘরে রহনও না যায়
প্রান সখিরে…

——————
শিল্পীঃ আব্বাসউদ্দীন আহমেদ
সুরকারঃ জসিম উদ্দিন
গীতিকারঃ পল্লীকবি জসিম উদ্দিন

show more

Share/Embed