প্রিয় মুনা, বাকের ভাই । ইমরুল কায়েশের লিখা । পাঠ এম এফ নূর ইসলাম ~ Baker vai, muna
M F Noor islam M F Noor islam
1.55K subscribers
35,887 views
583

 Published On Mar 1, 2023

কবিতা ( চিঠি ) ;প্রিয় মুনা, ইতি; বাকের ভাই।
কবি ; ইমরুল কায়েস।
পাঠ ; এম এফ নূর ইসলাম

কবিতা লিরিক্স ;

প্রিয় মুনা,
কেমন আছ? আমিও ভালো আছি ইহকালে নামাজ - রোজা তেমন রাখি নাই। রমজান মাসেও লুকায়া লুকায়া চা - বিড়ি খাইছি। সুযোগ পাইলেই এরে ওরে হাল্কা মালিশ কইরা দিছি। কিন্তু আমি মরার পর তুমি নাকি ২হাত তুইলা মরা কান্না কান্দো? যদিও এক্সেস ক্রাইং ভেরি ব্যাড! কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক। ইহকালে টর্চার কইরা আসলেও পরকালে কেউ আমারে টর্চার করতেছেনা। তুমি এতো কান্দো ক্যান মুনা? এবার একটা বিয়া করো,সংসার করো। তোমারে কইছিলাম না মাইরে ভাইটামিন আছে? মাইরে কোনো ভাইটামিন নাই মুনা। ভাইটামিন আছে প্রেমে,সংসারে।

ফাঁসি নিয়া আমার তেমন কোনো দুঃখ নাই। অন্য কাওরে খুন না করলেও,তোমার মন রে আমি খুন করছি। মাইন্ড মার্ডার বিগ মার্ডার। আগে বুঝিনাই মুনা।তোমারে স্নেহ কইরা একটা আবদার করি৷ এই দুনিয়া বড় উত্তম জায়গা। বাকেরের চিন্তা করার মত ফালতু কাজ এইখানে মানায় না। যহন ছিলাম তখন ছিলাম। এহন তো নাই! না থাকা জিনিস আর কতদিন সাজায়া রাখবা মুনা? ভুইলা যাওয়ার ফার্স্ট স্টেপ হইল পারডন করা! মেয়ে লোক সব পারে,কিন্তু সহজে পারডন করতে পারেনা৷ আমারে তুমি পারডন
কইরো মুনা! " হাওয়া মে উড়তা যায়ে" গান না গাইয়া, একটা লাল দোপাট্টার মতন আমারে তুমি উড়ায়া দিও মুনা!

#বাকের_ভাই
#baker_vai
#muna
#humayun_ahmed
#kothaw_kew_nei

show more

Share/Embed