কেবা তুমি কেবা আমি কে করে তার পরিচয়।আবদুল মোমিন মাইজভাণ্ডারী।
মাইজভাণ্ডারী কালাম মাইজভাণ্ডারী কালাম
425 subscribers
331 views
19

 Published On Sep 29, 2024

মাওলানা বজলুল করিম মন্দাকিনী (র:)
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
কেবা "তুমি" কেবা "আমি" কে করে তার পরিচয়,
"আমি" নামে দীন দুঃখী "তুমি" নামে মহাশয়।।

তুমি আমি দুই কি এক,
সে বুঝিতে পারিবেক,
তাওহিদের স্কুলে যেবা ধর্মজ্ঞানের ডিগ্রী লয়।।

একত্বে বাহুল্য ছিল,
এইভাবে যুগান্ত গেল,
বহুর মধ্যে একের খেলা এখন জগতে হয়।।

একেতে বহুলের মেলা,
বহুর মধ্যে একের খেলা,
তুমি আমি কথার কথা এক বিনা দ্বিতীয় নয়।।

মাটিতে আদম সৃষ্টি,
কে তাতে করিল দৃষ্টি,
কে তাতে গোপনে বসি সাধারণের ছেজদা লয়।।

"রব্বে আরেনি"- কে বলিল,
"লনতরাণী"- উত্তর পেল,
কারে দেখি মুছা নবী মুর্চ্ছাগত হয়ে রয়।।

নবীজী মে'রাজের রাতে
জানি না গেলেন কোথাতে,
তুমি বল " আর্শ তোমার স্হাপিত মানব হ্নদয়"।।

তুমি কর্তা ইচ্ছাময়,
সব তোমার ইঙ্গিতে হয়,
জানি না জগতবাসী কেন মোরে দোষী কয়।।

বুঝতে হলে তত্ত্ব সার
ত্বরা চল মাইজভাণ্ডার,
করিমে কয় তথা গেলে সব গোলের মীমাংসা হয়।।

show more

Share/Embed