Modernization of Bamboo Industry | বাঁশ ও বেত শিল্পের আধুনিকায়ন | SAR Production 2020
SAR PRODUCTION SAR PRODUCTION
8.56K subscribers
27,079 views
503

 Published On May 24, 2020

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কয়েকটি গ্রামের মানুষ বাঁশ ও বেতের তৈরি জিনি পত্র তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সময়ের সাথে তাল মেলাতে এসব জিনিস যখন মুখ থুবরে পড়ে, তখন তাদেরকে নতুন করে বাঁচতে শেখায় শাহ্ আলম। নিজে প্রশিক্ষন নিয়ে আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তেরি করে , নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি, এলাকাবাসীর মুখেও ফুটিয়েছেন হাসি।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্নী ,প্রয়াগজানী ও কোপাখীসহ কয়েকটি গ্রামের মানুষের প্রায় দুই’শ বছরের পেশা বাঁশ ও বেত শিল্প। এ এলাকার মানুষ কুলা, ডালা, পলো, মাথাল ইত্যাদি গৃহস্থালি সামগ্রী তৈরি করে স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতো। এসব পণ্যের চাহিদা কমে যাওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে চলে যান। বর্নী গ্রামের শাহ আলমের বংশ পর¤পরায় বাঁশ ও বেতের সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। শাহ আলম এসএসসি পাশ করে দারিদ্রতার কারণে আর লেখাপড়া হয়ে উঠেনি। যোগ দেন বাবার পেশায়। তিনি চিন্তা করেন বাঁশ শিল্পের আধুনিকায়ন না করতে পারলে এ অঞ্চলের শত শত মানুষ বেকার হয়ে পড়বে। আর এ চিন্তা থেকেই তিনি কুটির শিল্পের ডিজাইনার চন্দ্রশেখর সাহার কাছে নতুন নতুন ডিজাইন ও তৈরির কলাকৌশল রপ্ত করেণ। তার তৈরি তৈজসপত্র যখন রাজধানীর বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করে, তখন শাহ আলম এলাকার বাঁশ শিল্পের সাথে যুক্ত অন্যদেরও প্রশিক্ষন প্রদান করেণ। এখন এ অঞ্চলের প্রায় সকলেই স্বাবলম্ভী। তাদের তৈরি আকর্ষণীয়, ট্রে, বাসকেট, টেবিল ল্যা¤প, ফ্লোর ল্যা¤প, হ্যাকিং ল্যা¤প, ফলের ঝুঁড়ি, ফুল ধানী, লেডিস ব্যাগ, থালাবাসনসহ রুচী সম্মত নিত্য প্রয়োজনীয় সকল পন্য দেশের গন্ডী পেরিয়ে বিদেশেও রপ্তানী হচ্ছে। শাহ আলম তার কাজের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে বাংলাদেশ কারুশিল্প পরিষদের শিলু আবেদ কারুশিল্প পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে লোকশিল্প জাদুঘর প্রদত্ত পুরস্কার লাভ করেন। এছাড়াও কারুশিল্প বিষয়ক বিভিন্ন প্রদর্শনী ও কর্মশালায় অংশ নিতে জাপান, মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা, ভুটান, সিংগাপুরসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

শাহ আলমের কাছে কাজ শিখে ও বাজারজাত প্রক্রিয়া জেনে বাঁশ শিল্পে নিয়োজিত শ্রমিকরা এখন অনেকটাই স্বাবলম্ভী।

বাঁশ শিল্পে তৈরি পণ্যগুলোর নকশা ও মান উন্নয়নে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে দক্ষ কারিগর তৈরি করে এ শিল্পের রপ্তানিমুখী বাজারে বিস্তৃতি লাভ করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা।

দেলদুয়ারের বাঁশ শিল্প নির্ভর কয়েকটি গ্রামে এখন আর তেমন একটা দারিদ্রতা চোঁখে পড়েনা। নারীরাও গৃহস্থালী কাজের ফাঁকে ফাঁকে তৈরি করছেন বিভিন্ন রকম দৃষ্টি নন্দন তৈজসপত্রসহ শো’পিচ। এতে করে অভাব থেকে অনেকটাই মুক্তি লাভ করেছেন তারা। সরকারি পৃষ্ঠ পোষকতা পেলে তাদের তৈরি এ কুটির শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেণ এলাকাবাসী।

S A R Production is a Bangladeshi production House. Here we produce Fiction, Short Film, Music videos. We have energetic creative team members. They always work on Unique Ideas. So subscribe our Channel & keep support us.

show more

Share/Embed