Aquaponic Technology Bangladesh | Organic Farming | Ecotech Organic Garden
ECO TECH ORGANIC GARDEN LTD. ECO TECH ORGANIC GARDEN LTD.
12.4K subscribers
735,688 views
11K

 Published On Dec 2, 2020

নগর কৃষি ভিত্তিক নিজেদের উদ্ভাবিত আধুনিক প্রযুক্তির এই এক্যুয়াপনিক্স পদ্ধতিতে মাটির কোন স্পর্শ ছাড়াই উৎপাদন হয় শাক-সবজি এবং মাছ। রাসায়নিক সার ও মাটি বিহীন এই ছাদকৃষিতে একই সাথে চাষ হয় মাছ আর সেই মাছের পানি দিয়েই চাষ হয় শাক-সবজি। যা শতভাগ পুষ্টিকর ও অর্গানিক। এক্যুয়াপনিক্স পদ্ধতির মাধ্যমে মাছের মল পানিতে মিশে পাইপের মাধ্যমে গাছের গোড়ায় যায়। গাছ সেখান থেকে অ্যামোনিয়ার মাধ্যমে প্রচুর খাদ্য তৈরি করে। যার ফলশ্রুতিতে ফলন খুব দ্রুত বাড়ে এবং স্বাদ ও গুণে ভরপুর থাকে। এছাড়াও উৎপাদন হয় সব মৌসুমী শাক-সবজি। এতে করে পানির কোন অপচয় হয় না। ছাদ থাকে পরিষ্কার ও কাঁদামাটি মুক্ত। ছাদ থেকে সবজির বেডগুলো স্টিলের ফ্রেমের উপরে থাকায় ছাদের কোন ধরনের ক্ষতি হয় না। ছাদ থাকে একদম নিরাপদ।
🏆 সুযোগ-সুবিধাঃ
✔ লে-আউট ডিজাইন সহ সম্পূর্ন কাঠামো আমরা তৈরি করে দিচ্ছি।
✔ ছাদে অতিরিক্ত লোড তৈরি করেনা
✔ কোন প্রকার রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার নেই
✔ কাঠামো একবার স্থাপন করলে ৩০ -৪০ বছরের বেশী স্থায়ী হয়।
✔ মাটির বাগানের তুলনায় খুব কম সময়ে গাছে ফলন আসে।
✔ বাগানে পানি সেচ প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়।
✔ এ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে তৈরি বাগান পরিচর্যা অধিকতর সহজ।
✔ ছাদে কোন প্রকার মশা বা পোকামাকড় তৈরি হয়না।
✔ পানি সরবারহ প্রবাহমান থাকায় ছাদে কোন কাদা বা ড্যাম তৈরি করেনা।
✔একই পানি বার বার ব্যাবহারের ফলে পানির অপচয় নেই বললেই চলে
✔ প্লান ও ডিজাইন অনুসারে বাগানের কাঠামো তৈরি করায় ছাদ গোছানো থাকে
✔ সকল মৌসুমের শাক সবজির চাষাবাদ সহজেই করা যায়
✔ একই সাথে মাছ ও শাক সবজির চাহিদা পূরন করা যায়

Call for more Information:
☎️ +8801772438699
☎️ +8801882115811
Website: http://ecotechgroup.com.bd/
Head office:
Plot No. 82-83, As-Salam Tower (2nd floor),
Zoo Road, Mirpur-2, Dhaka-1216.

show more

Share/Embed