Bringing Indian Traditions to a Turkish Wedding: A Heartwarming Cultural Exchange
The Bioscope Show The Bioscope Show
7.96K subscribers
14 views
1

 Published On Jul 18, 2024

২০১৮ সালে পিএইচডি'র সময় আমার এক তুরস্কের সহকর্মীর বিয়ের অনুষ্ঠান ছিল। পরিকল্পনা ছিল সকালে সিটি রাথহাউসে (পৌরসভাতে) বিয়ের রেজিস্ট্রেশন, তারপর রেস্টুরেন্টে লাঞ্চ করে বিয়ের অনুষ্ঠান শেষ হবে। কিন্তু আগের রাতে আমাদের সবার কাছে প্রফেসরের ইমেইল এলো, "তোমাদের ভারতীয় বিয়ে তো অনেক রীতি-নীতি ও আনুষ্ঠানিকতার মাধ্যমে হয়, সেটা আমাদের খুব ভালো লাগে। তোমরা কি কিছু করতে পারবে?" বস বলেছে, তাই কথা যেমন বলা তেমন কাজ। সবাই মিলে ফুল কিনে রাতে মালা বানাতে বসে গেলাম, কেউ গেল বিভিন্ন রকম মিষ্টি বানাতে।
সকালে সরকারি বিয়ে সম্পন্ন হবার পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বিয়েতে একটু ভারতীয় ছোঁয়া দেওয়া হলো। মালা বদল হলো, পুরোহিত ছাড়া সাত পাকে বাঁধা পড়লো, যদিও অগ্নি সাক্ষী হয়নি। কিন্তু দিনের শেষে নবদম্পতি অনেক খুশি হয়েছিল। তারপর মিষ্টিমুখ করা হলো, প্রফেসরও খুশি। আমরা তো অবশ্যই খুব খুশি হয়েছিলাম আমাদের সংস্কৃতি এইভাবে উপস্থাপন করতে পেরে। সুন্দর কিছু মুহূর্ত ছিল।

show more

Share/Embed