ভক্তদের জন্য শ্রীশ্রীরাম ঠাকুরের দেয়া অমূল্য সম্পদ , Gift of God Sri Sri Ram Thakur, কৈবল্য ভুবন
Kaibalya Bhuban Kaibalya Bhuban
19.4K subscribers
122,777 views
2K

 Published On Oct 26, 2019

শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত/অনাশ্রিত সকল ভক্তদের জন্য যে অমূল্য সম্পদ সমূহ দান করে গেছেন সেগুলো হলোঃ ‘শ্রী নাম’, ‘শ্রীপট’, ‘শ্রীধাম’, ‘বেদবাণী’, ‘শ্রীশ্রী সত্যনারায়নের পাঁচালী’, ‘শ্রীশ্রীগুরুগীতা’, ‘রামায়ন’, ‘চন্ডী’, ‘গান’ ইত্যাদি। মাহাত্ম্য সহ সেগুলোকে ভক্তদের সামনে তুলে ধরা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিকভাবে সংরক্ষণ করার উদ্দ্যেশে অচ্যুত প্রসাদের সম্পাদনায় “অপার করুণাময় শ্রীশ্রীরামঠাকুর এর অনন্ত উপহার” ভক্তদের জন্য এক মহামূল্যবান সম্পদ। শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দির থেকে প্রকাশিত “অপার করুণাময় শ্রীশ্রীরামঠাকুর এর অনন্ত উপহার” পড়ুন, শ্রীশ্রীঠাকুরকে জানুন।
এ পুস্তকটিতে অন্তর্ভূক্ত হয়েছেঃ
শ্রীশ্রীঠাকুরের
১। শ্রীনামের সংক্ষিপ্ত মাহাত্ম্য।
২। শ্রীপটের সংক্ষিপ্ত মাহাত্ম্য।
৩। শ্রীহস্তে লেখা অমৃতবাণী
(বেদবাণী ১ম, ২য়, ৩য় ও সমাপনী খন্ড)।
৪। শ্রীহস্তে লিখিত ‘শ্রী সত্যনারায়ণের পাঁচালী’
( প্রতিলিপি, অনুলিপি ও মাহাত্ম্য)।
৫। শ্রীহস্ত লিখিত ‘গুরুগীতা’
( প্রতিলিপি, অনুলিপি ও মাহাত্ম্য)।
৬। শ্রীহস্ত লিখিত ‘রামায়ণ’
(প্রতিলিপি, অনুলিপি ও মাহাত্ম্য)।
৭। শ্রীহস্তে লিখিত ‘চন্ডী’
(প্রতিলিপি, অনুলিপি ও মাহাত্ম্য)।
৮। প্রধান ৪টি ধাম/মন্দিরের সংক্ষিপ্ত তথ্য।
৯। শ্রীহস্তে লিখিত স্তোত্র, গান ও অন্যান্য।

show more

Share/Embed