বীজ থেকে ১০০% চারা অঙকুরোদগম করার শতভাগ কার্যকরী টেকনিক | শসা রকমেলন তরমুজ
Bizpata & Garden Fresh Bangladesh Bizpata & Garden Fresh Bangladesh
40.4K subscribers
101,534 views
1.2K

 Published On Mar 12, 2022

বীজ থেকে ১০০% চারা অঙকুরোদগম করার শতভাগ কার্যকরী টেকনিক | শসা রকমেলন তরমুজ

১/ বীজ প্যাক থেকে বের করে ১/২ ঘণ্টা বেলা এগারোটার কড়া রোঁদে দিন। বীজ সরপোশ দিয়ে ঢেকে রাখবেন যাতে পাখি নষ্ট না করে।

২/ ১/২ ঘণ্টা রোঁদে দেয়ার পর ছায়ায় নিয়ে ২-৩ ঘণ্টা রেখে ঠাণ্ডা করুন।

৩। পরিমাণ মাফিক ছত্রাকনাশক ও কীটনাশক মিশ্রিত পানি দিয়ে সর্বোচ্চ ২০-৩০ মিনিট বীজ শোধন করুন।

৪/ ২% হাইড্রোজেন পারক্সাইড দ্রবণে শসা ও রকমেলন বীজ ৪ থেকে ৬ ঘণ্টা এবং তরমুজ বীজ ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

৫/ বীজ ভিজানোর পর উঠিয়ে পরিষ্কার পানি দিয়ে দুয়ে অতিরিক্ত পানি ঝেরে ফেলুন। চাইলে টিস্যূ বা টাওয়েল দিয়ে অতিরিক্ত পানি ঝেরে ফেলতে পারেন।

৬/ এবার একটা সুতি কাপড় বা নন ওভেন ফ্যাব্রিক নিয়ে তা পানিতে ভিজিয়ে নিংড়িয়ে বা চিপড়িয়ে অতিরিক্ত পানি ঝেড়ে নিন।

৭/ এবার বীজগুলো এতে রেখে পেঁচিয়ে একটা প্লাস্টিকের বক্সে নিন।

৮/ ৩০ ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশের তাপমাত্রা বজয়া থাকে এমনভাবে বক্সটা রাখুন (ইনকিউবেটর, শীত হলে বাল্বের নিচে, কম্বলের ভেতর ইত্যাদি)

৯/ বীজ মোড়ানো কাপড় যদি শুকিয়ে যায় , তবে প্রয়োজনমত পানির ছিটা দিয়ে খুব সামান্য ভিজিয়ে ভিজিয়ে রাখুন।

১০ বীজ ফুটে গেলে ট্রে বা জমিতে স্থানান্তর করুন।

যোগাযোগঃ
Garden Fresh Bangladesh
ফোনঃ +88 018 10 13 82 16
(Imo & Whatsapp available)
মেসেঞ্জারঃ m.me/Gardenfresh
ইমেইলঃ [email protected]
ফেইসবুকঃ fb.me/GardenFresh
ইউটিউবঃ    / gardenfreshbangladesh  
ইন্সটাগ্রামঃ instagram.com/gardenfreshbangladesh
টুইটারঃ twitter.com/gardenfreshbd
ওয়েবসাইটঃ www.gardenfreshbd.com


গাছ-গাছালি, ব্রিক্স মিটার, পি এইচ মিটার ইত্যাদি যন্ত্রপাতি থেকে শুরু করে ১২ মাসি কালো তরমুজ, রকমেলন, স্কোয়াশ সহ বিভিন্ন বিদেশি ফসলের বীজ, চাষের যাবতীয় কৃষি সামগ্রীঃ সার, ঔষধ, কোকো ডাস্ট, ভার্মি কম্পোস্ট, সিডলিং ট্রে, মালচিং পেপার, পলি টানেল সামগ্রী, ড্রিপ ইরিগেশন সিস্টেম, রুট হরমোন ইত্যাদি, কৃষি পরামর্শ, কৃষি সেবা ও কৃষি পন্য বিক্রয়ে সহযোগিতা, ছাদ ও বারান্দা বাগান তৈরি করে দেয়া, বাগানের মাটির পিএইচ ও গুণমান নির্ণয়, সার সুপারিশ, গাছের রোগ-বালাই সনাক্তকরণ, বালাইনাশক সুপারিশ, দেশি-বিদেশি জাতের গাছের চারা, বীজ, ছাদ বাগানে প্রয়োজনীয় সামগ্রী, নিম অয়েল, ইয়েলো স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ, বর্দো মিক্সচার ইত্যাদি সহ নানা আইটেম এর জন্য আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
...............................................................

#GFBD

show more

Share/Embed