রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের বিক্ষোভ
News BD MM News BD MM
540 subscribers
32 views
1

 Published On Oct 7, 2024

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নার্সিং ও মিডওয়াইফাই অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

গত ৯ সেপ্টেম্বর থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও এই সংক্রান্ত কাউন্সিলের বিভিন্ন পদে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে সারাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে দেশের সকল নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে জেলা নার্সিং  ও মিডওয়াইফারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আঁখি তারা, জেলা সমন্বয়ক রুমা হাজারিকা, পাবলিক হেলথ নার্স সেলিনা আক্তার, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক আতিয়া হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী লিটু চন্দ্র রায়, প্রেমা, সাজ্জাদ হোসেন, তারেক হাসান, অনিকসহ শতাধিক নার্স, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

#news_bd_mm #bangladesh #news #online #rajbaritvnews #tv #রাজবাড়ী #নার্সিং #নার্সিং_আন্দোলন

show more

Share/Embed