ফিন্স পাখির যত্ন | ফিন্স পাখি পালন ও গ্ৰোথ | How to care Finch bird ফিন্স পাখি শুকিয়েযায় কেন
grow life grow life
372K subscribers
4,585 views
161

 Published On Feb 25, 2023

ফিন্স পাখি শুকিয়ে যায় কেন | ফিন্স পাখির গ্ৰোথ বৃদ্ধির উপায়

যারা ফিন্স পাখি পালন করেন বা ফিন্স পাখি পালন করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি অতিব গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাদের বলব কি কি কারনে আপনার ফিন্স পাখিগুলো শুকিয়ে যাচ্ছে, কি জন্য এরা দুর্বল হয়ে যাচ্ছে আর ডিম বাচ্চা উৎপাদন করছে না । আর সাথেই আপনি কি করলে আপনার পাখিগুলো মোটাতাজা হবে আর সুস্থ সবল হয়ে উঠবে তার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।

আসলে ফ্রেন্ডস অত্যন্ত চটপটে আর চঞ্চল স্বভাবের একটা পাখি কিন্তু কিনে আনার কিছুদিন পর এদের সে চঞ্চলতা পরবর্তীতে আর থাকে না এর কারণ হলো পাখিগুলোর শারীরিক দুর্বলতা এবং শুকিয়ে যাওয়া আসুন প্রথমে ফিন্স পাখির শুকিয়ে যাওয়ার কারণ গুলো সম্পর্কে জানি। আর সাথেই কিভাবে আপনি তাদের ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলতে পারেন সেটাও জানি।

show more

Share/Embed