প্রাকৃতিক ভাবে দেশি কবুতর পালন বেশি লাভ জনক মনে করছেন এই খামারি | কবুতর পালন পদ্ধতি | BD Pigeon Farm
Worlds of Light Worlds of Light
66.9K subscribers
19,448 views
526

 Published On Sep 30, 2022

কবুতর খামারি মোঃ আলামিন হোসেন তিনি বিভিন্ন পেশায় জড়িত পাশাপাশি এই দেশি কবুতরের খামারটি পরিচালনা করেন। শুরু ছিলো মাত্র ৩ জোড়া দেশি কবুতর দিয়ে বর্তমানে এই খামারে রয়েছে প্রায় ১২০টি দেশি কবুতর। প্রতি মাসে বাচ্ছা পায় ২০ থেকে ২৫ জোড়ার মতো এই কবুতর গুলো থেকে। প্রাকৃতিক ভাবে দেশি কবুতর পালন বেশি লাভ জনক মনে করছেন এই খামারি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কোন উপকারে আসতে পারে।

কবুতর খামারির ঠিকানাঃ-
নামঃ- মোঃ আলামিন হোসেন
গ্রামঃ- চৌবাড়িয়া দক্ষিন পাড়া
থানাঃ- ভাঙ্গুরা
জেলাঃ- পাবনা

এই ভিড়িওটি দেখবার জন্য আপনাকে "Worlds of Light" YouTube Channel এর পক্ষো থেকে অনেক ধন্যবাদ । আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।

#WorldsofLight

"FOLLOW NOW"
------------------------------------------------------
Facbook Page ::   / shumonbd1987  

show more

Share/Embed