আমি যে কেবল বলে চলি, তুমি কিছু || শিল্পীঃ
Graphic Melody- Collections of Melody Graphic Melody- Collections of Melody
18.8K subscribers
1,303 views
12

 Published On Dec 6, 2022

#Graphic_Melody
দ্বৈত কন্ঠে বাংলা গান
গীতিকারঃ ডাঃ আবু হায়দার সাজেদুর রহমান
সুরকারঃ #আজাদ_রহমান
ছায়াছবিঃ আগন্তক
Lyric: Ame Je Kebol Bole Choli, Tome Kisu Bolo Na
Singer: #Shahnaz_Rahmatullah & #Mahamudunabi

দ্বৈত কণ্ঠে বাংলা গান / Bengali Duet Song
বাংলা সিনেমা স্বর্ণালী সময় পেরিয়েছে বহু আগেই। সে সময়কার একেকটা সিনেমায় মুগ্ধ হতো দর্শক। সিনেমা দেখা শেষে দীর্ঘদিন গল্প হতো বন্ধুদের সঙ্গে, গুণগুণ করে গাওয়া হতো সেসব সিনেমার গান। কী যে একেকটা গান হতো তখন! চলচ্চিত্র শুরুতে ছিল নির্বাক, সংলাপহীন এবং সংগীতহীন। প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শনের সময় প্রোজেক্টর-এর আওয়াজ দর্শকদের মনোযোগ ব্যাঘাত ঘটাত। এ কারণে শুরু হল ছবির সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে পিয়ানো বা অর্গান বাজানো যিনি তা বাজাতেন, তিনি ছবি দেখে দেখে নিজের সাংগীতিকবোধ ও কাহিনি অনুযায়ী সুর সৃষ্টি করতেন। সবাক চলচ্চিত্র জন্ম থেকেই হয়ে উঠল সংগীতনির্ভর।

১৯৩৪ সাল নাগাদ নির্বাক যুগ শেষ হয়ে সবাক যুগের সূচনা। মোটামুটিভাবে চল্লিশের দশকের মাঝামাঝি থেকে বাংলা সিনেমার গানের জগৎ যাঁদের সুর আর কণ্ঠের জাদুতে সমৃদ্ধ হল তাঁরা হলেন—পঙ্কজ মল্লিক, সায়গল, কানন দেবী, জগন্ময় মিত্র, হেমন্ত মুখপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। সেইসঙ্গে ছিলেন শচীন দেববর্মন, রবীন মজুমদার, মান্না দে। পাশের শতকের সূচনায় যাঁদের কণ্ঠ বাংলা সিনেমামোদী দর্শকদের হৃদয় পূর্ণ করল তাঁরা হলেন—শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অখিলবন্ধু ঘোষ, সতীনাথ মুখোপাধ্যায়, গীতা দত্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, গায়ত্রী বসু, আলপনা বন্দ্যোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য ও আরও অনেক শিল্পী। আর ছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সুমন কল্যাণপুর। ছিলেন কিশোর কুমার। এঁদের সকলের কণ্ঠের জাদুতে বাংলা সিনেমার গান সমৃদ্ধ হয়েছে।
বাংলা সিনেমার গান, বাংলাছায়া ছবির গানের শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আব্দুল হাদী, এ্যান্ডু কিশোর, রশির আহমেদ, আব্দুল জাব্বার, খোরশেদ আলম, আনোয়ার উদ্দীন খান আলতাব মাহমুদ, আব্দুল আলীম, আব্দুর রউফ, আঞ্জুমান আরা বেগম, আপেল মাহমুদ, ইন্দ্রমোহন রাজরংশী, আবিদা সুলতানা, রফিকুল আলম, মীনা বরুয়া, ফেরদৌসী রহমান, খন্দকার নূরুল আলম, মোহাম্মাদ আলী সিদ্দীকি, মাহমুদু্ন্নবী, নার্গিস সুলতানা, শেফালী ঘোষ, প্রবাল চৌধুরী, শাম্মী আখতার, খন্দকার ফারুক আহমদ ইত্যাদি ।
বাংলা গানের গীতিকার হিসেবে কাজী নজরুল ইসলাম, সত্য সহা, গাজী মাজহারুল আনোয়ার, আজাদ রহমান, লায়লা চৌধুরী, কেজি মোস্তফা, মুকুল চৌধুরী, আমজাদ হোসেন, ফজলে খোদা, এস,এম,হেদায়েত, কবির আনোয়ার, কবি আজিজুর রহমান, সৈয়দ শামসুল হক, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বাবু, শেখ ফজলুর রহমান, খান আতাউর রহমান, মোহাম্মদ রফিকউজ্জামান, মোহাম্মদ মনিরুজ্জামান, আহমেদ ইমতিয়াজ বুলবুল ইত্যাদি

#ছায়াছবির_গান
#movisong
#বাংলা_গান
#Bangla_song
#Bengali_Film_Song

Don't forget to subscribe 😉 *keepsupport *keepshering *. 🔥🔥🔥🔥🔥 Thanks for watching this video...!!!
Please like to Share comments...!!! We upload...!!

Uploaded for listening pleasure only. No intention to infringe the copyright.
For More Videos Click The Link Given Below :
   • দেখে কেন মনে হয় চেনা চেনা মুখ || শিল্...  

show more

Share/Embed