"আমি", লেখনীতে - আনাস চৌধুরী, আবৃত্তি - তাপস কর্মকার
TAPAS KARMAKAR TAPAS KARMAKAR
357 subscribers
50 views
1

 Published On Aug 25, 2024

কবিতা -
"আমি"
কবি -
আনাস চৌধুরী
আবৃত্তি -
তাপস কর্মকার

আমি জাদু, আমি সাধু
আমি নজরুলের বিদ্রোহী কবিতা,
আমি চঞ্চল বালকের নশ্বর প্রতিভা,
আমি অনিঃশ্বাস কবরের ঘোর
আমি মৃত্তিকার আঁকাবাঁকা নদীমুগ্ধ বাঁশির সুর
আমি স্তরে স্তরে-পুঞ্জে পুঞ্জে বিভক্তির প্রত্যয়,
আমি কিশোরের বেড়ে ওঠা প্রশ্রয়
আমি অবুঝ শিশু
আমি বনচারী
আমি পাখির উড়াল
আমি বন্য কুকুরের মাংসের নেশা
আমি হৃদয়ের শেষ কম্পন
আমি প্রিয়ার চুম্বনভঙ্গিমা
আমি মায়ার কাজল, আমি ক্ষুধা;
আমি রোদের উল্লাসে কেঁপে-ওঠা ক্লোরোফিল
আমি স্বপ্নে আঁকা নবীন আলো
আমি জটিল শহরের ছিঁড়ে উঠে আসা রাজনীতি
আমি নিষ্প্রদীপ ছিন্ন শালখুঁটি
আমি মক্তবের ভেসে আসা ধ্বনি
আমি প্রার্থনাভঙ্গি,
আমি ভিক্ষুকের কাতরতা,
আমি রক্তের স্রোত,
আমি সঞ্চিত পাপের ভয়
সত্য-মিথ্যার দ্বন্দ্বে আমি সত্যেরই জয়
আমি ব্যর্থতার উল্লাস,
আমি ধ্বনিহীন আর্ত হাহাকার
আমি এক মুঠো আলো নিয়ে ছেড়ে দেওয়া রাতের আধার;
আমি স্তব্ধ সভ্যতা , আমি সীমাহীন দুঃখের কিনার;
আমি খণ্ডে খণ্ডে বিকিরিত আলোর টুকরো, ভাঙাচোরা সুখ,
আমি ভাষাহীন-মুখোশবিহীন-স্বেচ্ছানির্বাসিত ঘৃণার চোখ,
অস্পষ্ট বৃষ্টিতে, মৃত্যুহীন নদীর ছদ্মবেশে, আমি অনাবাসী;
বধির আকাশে-আলোর গভীরে আমি অন্ধকারের হাসি।

show more

Share/Embed