কিভাবে বিকাশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপে টাকা রিচার্জ করবেন
Tech Master Ariful Tech Master Ariful
87.8K subscribers
114,045 views
2.2K

 Published On Apr 22, 2019

স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে টাকা রিচার্জ করবেন। বর্তমানে আমাদের দেশে শুধুমাত্র ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ থেকেই কম খরচে যেকোন মোবাইল অপারেটরে কথা বলা যায়। এই অ্যাপে রিচার্জ করার জন্য বেশ কিছু পেমেন্ট মেথড আছে। এগুলির মধ্যে আমাদের দেশ থেকে বিকাশ পেমেন্ট মেথডটা সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আমাদের দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করা ঝামেলাপূর্ণ এবং খরচ বেশি হবার কারণে এগুলি সাধারণত কেউ ব্যবহার করে না। এখন যাদের মোবাইল আছে তারা প্রায় সকলেই বিকাশ ব্যবহার করে। বাড়ির কাছের দোকান থেকেই বিকাশে টাকা লোড করা যায়। এজন্য সকলে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার জন্য বিকাশ ব্যবহার করে থাকে। বিকাশ থেকে খুব সহজেই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে টাকা রিচার্জ করা যায়। ইনস্ট্যান্ট একাউন্টে টাকা এড হয়।

বিকাশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপে ২ টা পদ্ধতিতে টাকা রিচার্জ করা যায়। একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আরেকটি হচ্ছে অটোমেটেড পদ্ধতি। ম্যানুয়াল পদ্ধতিতে ব্রিলিয়ান্ট অ্যাপে টাকা রিচার্জ করলে, আপনার বিকাশ একাউন্ট থেকে ব্রিলিয়ান্টের বিকাশ একাউন্টে টাকা সেন্ড করার পর অ্যাপের মধ্যে ঢুকে ট্রানজেকশন আইডি দিলে টাকা এড হয়ে যায়। আর অটোমেটেড পদ্ধতিতে রিচার্জ করলে, বিকাশ থেকে টাকা সেন্ড করার সাথে সাথেই ব্রিলিয়ান্ট অ্যাপে টাকা এড হয়ে যাবে। তবে এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট খুলবেন ঠিক সে নাম্বার থেকেই আপনাকে বিকাশ করতে হবে। তাহলে আপনি বিকাশ করার সাথে সাথেই ব্যালান্স এড হয়ে যাবে।

ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার জন্য আপনাকে প্রথমে আপনার অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর সেটিংস থেকে ব্যালান্স এ ক্লিক করতে হবে। তাহলে এখানটাতে আপনি আপনার অ্যাপে বর্তমানে কত টাকা আছে তা দেখতে পারবেন। এখানে Add Balance নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করে আমাদের ব্যালান্স রিচার্জ করতে হবে। উক্ত বাটনে ক্লিক করলে আপনারা টাকা রিচার্জ করার বেশ কিছু মেথড দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের পেমেন্ট মেথড বেছে নিবেন। আমাদের দেশ থেকে বিকাশ যেহেতু সহজলভ্য, এজন্য আমি আপনাদেরকে বিকাশ থেকে কিভাবে টাকা রিচার্জ করবেন তা দেখাব। আপনারা চাইলে অন্যান্য বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা রিচার্জ করতে পারন। কোন সমস্যা হবে না।

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের একাউন্ট খোলার পর তা ন্যাশনাল আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশন করতে হয়। অনেকেই একাউন্ট ভেরিফাই নিয়ে সমস্যায় পড়ে থাকেন এবং কিভাবে এই কাজটি করতে হয় তা বোঝেন না। এই সমস্যার সমাধানে আমি আপনাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। এই টিউটোরিয়ালে আমি কিভাবে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ একাউন্ট ভেরিফাই করবেন তা বিস্তারিত দেখিয়েছি। টিউটোরিয়ালটির লিংক নিচে দেওয়া হল।

কিভাবে এনআইডি দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট খুলবেন-    • Brilliant Connect জাতীয় পরিচয় পত্র ...  

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে কিভাবে কম খরচে বাংলাদেশের যেকোন মোবাইল অপারেটরে কথা বলবেন এই বিষয়ের ওপর আমার চ্যানেলে একটি ভিডিও টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়ালটি দেখলে কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে কাউকে কল দিবেন, এসএমএস দিবেন ইত্যাদি ব্রিলিয়ান্ট অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উক্ত টিউটোরিয়াল টি নিচের লিংকে পাবেন।

কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপ দিয়ে কম খরচে কথা বলবেন-    • যেকোন নাম্বারে কথা বলুন ২৫ পয়সা/মিনি...  

Stay Connected with Us On-
---------------------------------------------------------------------------------------
Facebook-   / techmasterariful  
Instagram-   / techmasterariful  
Twitter-   / enggariful  
Google Plus- https://plus.google.com/+arifulislam2000
Pinterest-   / ariful1971  
Behance- https://www.behance.net/ariful8965799

show more

Share/Embed