ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশ | অবৈধ পথে ইউরোপে প্রবেশে | ১৪তম পর্ব | Media Television
Media Television Media Television
30.7K subscribers
1,385,492 views
17K

 Published On Oct 31, 2020

ইউরোপে নতুন জীবনের স্বপ্ন সম্বল করে প্রবল ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে ভূমধ্যসাগরে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে। প্রতিদিনই প্রান হারাচ্ছে মানুষ। কেন তাদের অবৈধ পথে ইউরোপে আসতে হবে। এই সব প্রশ্ন নিয়ে আমদের আজকের পর্ব।
আমাদের আজকের অতিথি : পর্তুগাল প্রবাসী- মো: জাহাঙ্গীর আলম।
কিভাবে জর্ডান, সিরিয়া তুরস্ক দিয়ে ভূমধ্যসাগর পারি দিয়ে মৃত্যুকে উপক্ষে করে মানুষ ইউরোপের পথে পারি জমাচ্ছে। আশা করি সম্পূর্ণ পর্বটি দেখবেন।
প্রবাস জীবন অনুষ্ঠানের ১৩তম পর্বের লিংক :    • কাসকাইসে কেমন আছে বাংলাদেশীরা | Casai...  
প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্যকিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এ জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়। প্রবাসের কর্মজীবিরা মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানকে ভালো রাখার জন্যই রাত-দিন পরিশ্রম করে থাকেন। তাই প্রবাসের জীবন একটু ভিন্ন। প্রবাসের চলমান জীবন ও সম্পর্কের নানা অনুষঙ্গ নিয়ে আমাদের অনুষ্ঠান

show more

Share/Embed