লোকে বলে; চোরে না শোনে ধর্মের কাহিনি। শোনানো হচ্ছে শিশুদের অবতারতত্ব
MAIJHI   BELIEVE MAIJHI BELIEVE
418 subscribers
45 views
2

 Published On Mar 13, 2024

#gitalife #herakrishna #gita +🙏+#ওঁম_নমো_ভগবতে_বাসুদেবায়_নমঃ+🙏+
+
-------------+++#শ্লোক+++--------------
---------++⚜️++---------
"ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতাঃ ।
সর্গেহপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ ॥"

-----++++++🕉+🕉+🕉+🕉+🕉++++++-----

🟢⚫🟡🟣🔴🔵**#অনুবাদঃ- **এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে । তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না ।

🔵🔴🟣🟡⚫🟢**#তাৎপর্যঃ- **পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায় । কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না । বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে, মুক্ত জীবাত্মারা যাঁরা চিদাকাশে বৈকুণ্ঠলোকে ফিরে গেছেন, তাঁরা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তাঁর শ্রীচরণ-কমল দর্শন করেন । সুতরাং, মুক্তির পরেও ভগবদ্ভক্তেরা তাঁদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না ।

সাধারণত, এই জড় জগতে আমরা যে জ্ঞান আহরণ করি, তা জড় জগতের তিনটি গুণের দ্বারা কলুষিত । কিন্তু যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয়, তাকে বলা হয় দিব্যজ্ঞান । কেউ যখন সেই দিব্যজ্ঞানে অধিষ্ঠিত হন, তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন । চিদাকাশ সম্বন্ধে যাদের কোন জ্ঞান নেই, তারা মনে করে যে, জড় রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে । কিন্তু প্রকৃতপক্ষে চিৎ-জগৎও জড় জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ । যারা এই সম্বন্ধে অজ্ঞ, তারাই মনে করে যে, চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত । কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবৎ-ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয় । সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময় । এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তজীবন । চিৎ-জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে, তা সমস্ত কলুষমুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত । এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে । এভাবেই যিনি তাঁর দিব্য গুণাবলীর বিকাশ সাধন করেন, তিনি এই জড় জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হন না ।

─⊱✼❛❏❖❏❖❏❖❏+❖+❏❖❏❖❏❖❏❜✼⊰─

🔵#শ্রীমদ্ভগবদ্গীতা_যথাযথ
🔴#গুণত্রয়_বিভাগ_যোগ
⚫#চতুর্দশ_অধ্যায়
🟢#শ্লোক_নম্বর_02

─⊱✼❛❏❖❏❖❏❖❏+❖+❏❖❏❖❏❖❏❜✼⊰─

🔵🔴🟢*সকল বন্ধুবর্গ ও ভক্তবৃন্দের মঙ্গল সাধনার সহিত সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে এবং সর্বপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে আমি #তন্ময়_মণ্ডল ,, সকল কৃষ্ণপ্রেমী ভক্ত-বৃন্দকে আজ সারাদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন সহ একগুচ্ছ বুকভরা অন্তহীন ভালোবাসা জানিয়ে আজকের পোস্ট উপস্থাপন করছি ।🍁🍁 🌼🌼 🍁🍁 🌼🌼

show more

Share/Embed