নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদ কি চিরতরে বিলীন হয়ে যাবে ভাগীরথীর জলে ? || Heerajhil Palace
Manas Bangla Manas Bangla
376K subscribers
80,450 views
2.7K

 Published On Premiered Mar 12, 2022

হীরাঝিল প্রাসাদের সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তাঁর বর্তমান পরিস্থিতি কি অবস্থায় তা দেখার ও সবাইকে জানানোর জন্য এই ভিডিও। হীরাঝিল প্রাসাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি উর্ধতন কতৃপক্ষ কে চিঠি লিখতে চান তাঁর জন্য একটি নমুনা নীচে দেওয়া হলো।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ
Copy to:
1. DM Murshidabad
2. Tourism Minister West Bengal
3. Irrigation Department
বিষয়: ভাগীরথীর পশ্চিমপাড় বাঁধিয়ে, মুর্শিদাবাদের পর্যটনের শেষকথা নবাব সিরাজ উদ্ দৌলার প্রাসাদ ‘হীরাঝিল’- এর সংরক্ষণের দাবিতে…

মহাশয়া,
গত ৫ ডিসেম্বর ২০২১, মুর্শিদাবাদ জেলার ‘হীরাঝিল বাঁচাও’ আন্দোলনের মাধ্যমে আপামোর ইতিহাসপ্রেমী মানুষ অবগত হন যে, এখনো অবধি বাংলার শেষ স্বাধীন নবাব মির্জা মহম্মদ সিরাজ উদ্ দৌলার সাধের প্রাসাদ হীরাঝিলের ধ্বংসাবশেষ আজও বর্তমান (বাগানপাড়া, মুকুন্দবাগ অঞ্চল, সতী চৌরাহা মৌজা, মুর্শিদাবাদ)। এমনকি বেশ খানিকটা অংশ জুড়ে প্রাসাদের চমৎকার কারুকার্যের নিদর্শন এখনও রয়েছে যা সংরক্ষণ করলে ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিকের পুনরুদ্ধার করা সম্ভব।
মুর্শিদাবাদের মতো পিছিয়ে পড়া জেলা, যেখানে ইতিহাসই মূল ভিত্তি এবং নবাব সিরাজ উদ্ দৌলা ই যার শেষ কথা সেখানে এই পরিত্যক্ত প্রায় বিলীন হয়ে যাওয়া প্রাসাদকে কেন এত বছর সংরক্ষণ করা হয়নি তা প্রশ্নের উদ্রেক করে, যেহেতু সিরাজ উদ্ দৌলা এবং তাঁর সাধের প্রাসাদ ‘হীরাঝিল’ গোটা ভারতবর্ষের বুকে অন্যতম ইতিহাসের মূল অধ্যায়ের বিশেষ অংশ যার কোন বিকল্প হওয়া সম্ভব নয়।
প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু পর্যটক সেই প্রাসাদের সন্ধানে আসেন এবং হতাশ হন। সেই হতাশা ইতিহাসের পাতায় পাকাপাকি ভাবে স্থান করে নেবে যদি সত্ত্বর হীরাঝিলের বেঁচে থাকা অংশটুকুকে সংরক্ষণ করার জন্য উক্ত স্থানটিকে ভাগীরথীর পাড় ভাঙ্গার হাত থেকে রক্ষা করা না হয়।
এই বিষয়ে আন্দোলনকারীরা এগিয়ে এসেছেন, যার দুখানি গুরুত্বপূর্ণ দিক হলো—
১) ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় এর সাক্ষী এই প্রাসাদের শেষ অংশটুকু কে রক্ষা করার জন্য পাড় বাঁধাই করে ইতিহাসের ধুলো জমা একটি বিশেষ দিককে পুনরুদ্ধার করা। যার ফলে বহু মানুষের অর্থনৈতিক দিক এর সঙ্গে মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম পাড়ের উন্নয়নের মুকুটে একটা বিশেষ পালক যোগ করা সম্ভব।
২) পাড় বাঁধালে বেশকিছু গ্রাম ভাগীরথীর গর্ভে তলিয়ে যাওয়ার থেকে রক্ষা পাবে।
উন্নয়নের ঝড় যখন প্রতিটা জেলা কে আলোকিত করছে তখন যে নবাব সিরাজ-উদ-দৌলা দুই বাংলার ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, যাঁর নামে একটা শহর তথা জেলার মানুষের অন্নের সংস্থান হয় তাঁর প্রতি শ্রদ্ধা বশত, ইতিহাস প্রেমী মানুষের বিপুল চাহিদার কারণে এবং ইতিহাসের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য তাঁর প্রাসাদ ‘হীরাঝিল’ কে ব্যক্তিগত মালিকানার হাত থেকে উদ্ধার করে পাড় বাঁধিয়ে নতুন করে সাজিয়ে তুলে ভারতবর্ষের ইতিহাস কে রক্ষা করা হোক।
আগামী বর্ষায় এই প্রাসাদের আরো অনেকখানি অংশ ভাগীরথীর গর্ভস্থ হওয়ার পূর্বে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, রাজ্য তথা দেশের ইতিহাসের মর্যাদার স্বার্থে এমনটা বিশ্বাস এবং আস্থা রাখছি।

বিনীত
(আপনার নাম ও ঠিকানা)

মেইল করার জন্য ঠিকানা গুলি
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]

#Lutfunnissa_Begum​#sirajuddoula#khoshbag​#Hirajheel_Palace#Murshidabad

বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।

ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected]

Stay Connected with me on Social Network :
Twitter :   / manasbangla  
Facebook :   / manasbangla  
Instagram :  / manasbangla  

show more

Share/Embed