দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সুস্বাদু পাহাড়ি আম । Bijoy TV
BIJOY TV BIJOY TV
1.29M subscribers
664 views
0

 Published On Jul 5, 2024

পাহাড়ী আম ফরমালিনমুক্ত ও সুস্বাদু হওয়ায় এর চাহিদা ও কদর রয়েছে দেশজুড়ে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে উৎপাদিত এসব আম স্থানীয়দের চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে, এবার আমের উৎপাদন ভালো হলেও আশানুরূপ দাম না পাওয়ায় অসন্তোষ বিরাজ করছে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে।
পাহাড়ি জেলা রাঙামাটির আপন সৌন্দর্যের জন্য যেমন রয়েছে আলাদা পরিচিতি, তেমনি এ অঞ্চলে উৎপাদিত ফলমূলেরও খ্যাতি রয়েছে দেশজুড়ে। এই জেলায় উৎপাদিত আম্রপালি, রাংগুই ও হারিভাঙ্গা জাতের আমের রয়েছে আলাদা কদর ও চাহিদা।
এবার, রাঙামাটির কাউখালী, কাপ্তাই, সদর উপজেলা, জুড়াছড়ি ও লংগদু উপজেলায় আমের ভালো ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আম চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে, আমের উৎপাদন ভালো হলেও আশানুরূপ লাভ করতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা।
তবে, এবার জেলায় উৎপাদিত আম থেকে প্রায় দেড়শ কোটি টাকা আয় হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
স্থানীয় চাহিদা মিটিয়ে জেলায় উৎপাদিত আম দেশের অন্যান্য অঞ্চলে বিক্রির মাধ্যমে চাষিরা তাদের পরিশ্রমের ন্যায্যমূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

show more

Share/Embed