একটি মেঘলা বিকেলে ফাতেমা-র আনন্দ | সাজেক | মিরোগ্রাফী
MirOgraphy মিরোগ্রাফী MirOgraphy মিরোগ্রাফী
1.75K subscribers
13 views
0

 Published On May 25, 2024

ঠিক চৌদ্দ মাস আগে জন্ম নেয়া ফাতেমা আমার একমাত্র সন্তান। যে আমাকে বাবা ডাকার স্বাদ পূর্ণ করেছে। আমার প্রতিদিনকার আনন্দ, স্বপ্ন, আশা আর ভালোবাসার সঙ্গী। বিগত এক বছরের মাঝেই আমি আমার বাবা-মা-কে হারিয়ে বর্তমান সময়কালে আমার বেঁচে থাকবার অবলম্বন এই মেয়েটা।

চোখের সামনেই মেয়েটা প্রতিদিন একটু একটু করে বড় হয়ে উঠছে। গুটি গুটি পায়ে সদ্য হাটা শিখতে পারা মেয়েটা পৃথিবীর রং রুপ আনন্দ হাঁসি ব্যথা আলো বাতাস বৃষ্টি কিনবা ফুঁল পাখি সবকিছুই চিনতে শুরু করেছে। সবকিছুতেই তার আনন্দ। তার বাবা, মা, এই ঘর, এই বারান্দা, এই উঠোন সবকিছুই তার শেখার জগৎ।

তাই এই দূরন্ত শৈশব আজ ক্যামেরা বন্দী করে রাখলাম। হয়ত সেদিন আমি থাকব না। থাকবে এই স্মৃতিটুকু। ইনশাআল্লাহ মেয়েটা একদিন বড় হয়ে দেখবে। তার এই সময়কালের দৃশ্যপট তাকে হাঁসাবে কাঁদাবে নষ্টালজিক করে তুলবে।

সৃষ্টার কাছে প্রর্থনা সেই দিনটাও আমাকে দিও ঠিক এমনি ভাবে। ঠিক আজকের মত করে। কারন তার প্রিয় বাবাটা তাকে অনেক অনেক ভালবাসে।।

❤️ প্রিয় ফাতেমা ❤️

লোকেশনঃ ব্যাকপ্যাকার্স ইন ক্লাউড কটেজ
রুইলুই পাড়া, সাজেক।
২৫ শে মে ২০২৪ শনিবারের মেঘলা বিকেল।
সূরঃ অপুর পাঁচালী সিনেমার সূর।

show more

Share/Embed