মসজিদের নগরী বাগেরহাট । Mosque City of Bagerhat । UNESCO World Heritage Site । Travel Guide
Tiham Traveler Tiham Traveler
325K subscribers
22,914 views
423

 Published On Nov 9, 2017

আমাদের এবারের ট্রাভেল ডকুমেন্টারি সাজানো হয়েছে মসজিদের নগরী বাগেরহাটকে নিয়ে...

এই তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে -
১. খান জাহান আলীর মাজার
২. খাঞ্জেলী দীঘি
৩. জিন্দাপীর মসজিদ
৪. নয় গম্বুজ মসজিদ
৫. ষাট গম্বুজ মসজিদ
৬. ঘোড়া দীঘি
৭. সিঙ্গাইর মসজিদ
৮. খান জাহান বসত ভিটা
৯. প্রাচীন খান জাহান রাস্তা
১০. বিবি বেগনী মসজিদ
১১. চুনাখোলা মসজিদ


কিভাবে যাবেন-

ঢাকার সায়দাবাদ থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনেকগুলো গাড়ি বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় – মেঘনা (০১৭১৭১৭৩৮৮৫৫৩), বনফূল, পর্যটক (০১৭১১১৩১০৭৮), ফাল্গুনী, আরা, বলেশ্বর, হামিম ও দোলা।

এছাড়া গাবতলী থেকে হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ (০১৭১৮৬৭৯৩০২), শাকুরা (০১৭১১০১০৪৫০) ও ঈগল পরিবহন ছেড়ে যায়। ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা। যাতায়াতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা।

আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা গিয়ে এরপর বাস ধরে বাগেরহাটে যেতে পারেন। রূপসা থেকে বাগেরহাটে যেতে প্রায় ৪০ মিনিট লাগে।


কোথায় থাকবেনঃ

বাগেরহাট সদরে বিভিন্ন হোটেল আছে । এছাড়াও সরকারি গেস্টহাউস আছে। এখানে রেল রোডে অবস্থিত মমতাজ হোটেলে থাকতে পারেন। এই হোটেলটিতে সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান মোটামুটি ভাল এবং খরচও একটু বেশি। এছাড়া এই হোটেলের আশেপাশে থাকার জন্য আরো কিছু হোটেল রয়েছে। তাছাড়া খান জাহান আলীর মাজারের সামনে মেইন হাইওয়েতে থাকতে পারবেন “হোটেল অভি”-তে । ভাড়া ৪০০ টাকা। ফোন: ০১৮৩৩৭৪২৬২৩।

এছাড়া বাগেরহাটে থাকার জন্যে হোটেলের মধ্যে কেন্দ্রীয় বাস স্টেশন সংলগ্ন হোটেল আল আমিন (০৪৬৮-৬৩১৬৮, ০১৭১৮৬৯২৭৩৭, এসি দ্বৈত কক্ষ ১ হাজার টাকা, নন এসি কক্ষ ১শ’ থেকে ৪শ’ টাকা) এবং কর্মকার পট্টিতে হোটেল মোহনা (০৪৬৮-৬৩০৭৫, ০১৭২২৮৫৮৩১৩, ১শ’ থেকে ৪শ’ টাকায় নন এসি কক্ষ) আছে।

খুলনা থেকে বাগেরহাটে আসতে মাত্র ১ ঘণ্টার মত সময় লাগার কারণে ইচ্ছা করলে খুলনাতেও থাকা যায়।

কৃতজ্ঞতা - আদার ব্যাপারী


Follow me on-

Facebook:   / tiham.nawar  
Google Plus: https://plus.google.com/u/0/+TihamTra...
Instagram: http:  / tiham_nawar  

ANP Facebook Page:   / apannibashproduction  

Friends, if you like the Content please Subscribe the Channel for more update...

show more

Share/Embed