শিশুদের ইনফ্যান্ট ফরমুলা গুরো দুধ প্রাইমা ১
REAL VIEW REAL VIEW
64.4K subscribers
97,222 views
589

 Published On Premiered May 15, 2022

মায়ের বুকের দুধের বিকল্প কখনই কোন কিছু হতে পারে না। তবুও যেসব মায়েদের বুকের দুধ কম থাকে বা থাকে না অথবা যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ পায়না সেসব বাচ্চাদের বাঁচানোর জন্য এধরনের দুধ খাওয়ানো যেতে পারে।

মায়ের বুকের দুধ বৃদ্ধির জন্য অবশ্যই দুগ্ধদানকারী মাকে প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে।
এর ভিতরে রয়েছে লাউ শাক, পালং শাক, সরকারের বিভিন্ন ধরনের শাকসবজি, বেশি করে ফলমূল খেতে হবে, কালিজিরা ভর্তা, বিভিন্ন ধরনের জিয়াল মাছ, দেশি ছোট মাছ , দেশি মুরগির মাংস এ সকল খাদ্য মা দুগ্ধ বাড়ানোর জন্য খেতে পারেন।

প্রতিবার বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে অবশ্যই সেই মা বেশি করে পানি জাতীয় তরল খাবার খেয়ে নিবেন।
এসকল তরল জাতীয় খাবারের মধ্যে ডাবের পানি, স্যালাইনের পানি, বিভিন্ন ফলের রস
সকল খাদ্য খেতে পারেন তাতে বাচ্চা অধিক পরিমাণে দুধ পাবে।

মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ের মন স্থির থাকতে হবে। মা মন থেকে যদি চিন্তা করে আমার বাচ্চাকে দুধ খাওয়াবো তাহলে সেই মায়ের দুধ বাচ্চা বেশি পরিমাণে পাবে।

তবে আমাদের এই ভিডিও দেখে কখনোই আপনারা আপনাদের বাচ্চাকে এ ধরনের দুধ খাওয়াবেন না।
অনুগ্রহ করে ভাল মানের একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে যদি খাওয়ানোর প্রয়োজন বোধ করেন তবে এ ধরনের দুধ ক্রয় করতে পারেন।

এই দুধের প্যাকেট খোলার পরে ৩০ দিনের ভিতরে ব্যবহার করতে হবে এরপরে বাকি দুধগুলো বাচ্চাদের আর খাওয়ানো যাবে না।

এই গুঁড়ো দুধ কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ সরকারের বিস্তারিত দেখে নিবেন।

শিশুকে এই দুধ খাওয়ানোর আগে হাত ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন এবং শিশু যে ফিডারে করে দুধ খাবে সেই ফিডারটি ভালো করে 5 থেকে 7 মিনিট ফুটন্ত পানিতে জীবাণুমুক্ত করে নিবেন।

সব সময় ভালো একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন অথবা বিশেষজ্ঞ যে কোনো ডাক্তারের পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন।

বানান জনিত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন।

#prima #formula #MILK #BABY #Powder



শিশুদের ফরমুলা দুধ প্রাইমা ১। Mother's Smile Prima 1 Baby Formula Milk Review.

show more

Share/Embed