যেখানে ২০ টাকায় পাওয়া যায় পুরোনো প্যান্ট | বেচারাম দেউড়ি | BegumGanj | Becharam Dewri | WeeBizz
WeeBizz WeeBizz
5.52K subscribers
21,994 views
386

 Published On Premiered May 11, 2023

ঢাকার যেখানে ২০ টাকায় পাওয়া যায় পুরোনো প্যান্ট

সস্তায় জামা-কাপড় পাওয়া যায় কোথায়? সস্তায় বলতে ১০ টাকায় প্যান্ট, ২০ টাকায় লুঙ্গি! কী অবাক হচ্ছেন? ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্যি। রাজধানীর পুরান ঢাকার বেগমগঞ্জ এলাকায় বেচারাম দেউড়িতে এমন সস্তায় পাওয়া যায় কাপড়; এখনো তিন টাকায় মেলে সালোয়ার কামিজ আর ৩০ টাকায় পাওয়া যায় শাড়ি।
শুধু মেয়েদের পোশাকই নয়, বেচারাম দেউড়িতে মেলে ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও শীতের পোশাক। অভাব নেই বাচ্চাদের জামা-কাপড়েরও। তাই এই মার্কেট খ্যাতি পেয়েছে ‘পুরনো পোশাকের রাজধানী’ হিসেবে।
সচ্ছল জনগোষ্ঠীদের ফেলে দেয়া জামা-কাপড়, হাড়িপাতিলের বিনিময়ে ফেরিওয়ালাদের সংগৃহীত বস্ত্রগুলোকেই একত্রিত করে কম দামে খুচরা ও পাইকারি দরে বিক্রি করেন বেচারাম দেউড়ির এই ব্যবসায়ীরা।
এই ব্যবসার জন্য নামকরা সেন্টু-পিন্টু মার্কেট, জাহাঙ্গীর মার্কেট, হাফিজ মার্কেট ছাড়াও বেচারাম দেউড়ির রাস্তার দুই পাশে গড়ে উঠেছে পুরনো কাপড় বিক্রির কয়েকশ’ দোকান।
কীভাবে বেচাকেনা হয় এই পুরোনো কাপড়ের। কেমন চলছে এই ব্যবসা। উইবিজের পক্ষ থেকে বিস্তারিত জানতে আমরা চলে যাই পুরোনো ঢাকার বেচারাম দেউরিতে-
ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে আনা পোশাক বেছে বেছে আলাদা করছেন তারা। আর বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা করছেন দর কষাকষি।
দোকানগুলোর কর্মচারীরা ব্যস্ত থাকেন ছোট ছোট স্তূপ থেকে লুঙ্গি, প্যান্ট, শার্ট, শাড়ি, গেঞ্জি, কাঁথা, কম্বল ও লেপের কভার আলাদা করতে।
পুরোনো এসব কাপড়ের দরদাম কেমন?
জাহাঙ্গীর মার্কেটের একটি দোকানের কর্মচারীরা জানান, ব্যবহারযোগ্যতা, ছেঁড়া-ফাটার পরিমাপ ও ধরন দেখে কাপড় আলাদা করেন তারা।
ব্যবহার অযোগ্য ছেঁড়া-ফাটা বস্ত্রগুলোর দাম সবচেয়ে কম। এগুলো বিক্রি করা হয় ওজন হিসেবে। অর্থাৎ কেজি দরে-
ব্যবসায়ীরা বলেন, ফেরিওয়ালাদের কাছ থেকে খুবই স্বল্পমূল্যে পিস হিসেবে জামা-কাপড় কেনা হয়। এক্ষেত্রে তেমন কোনো মানদণ্ড নেই, আন্দাজের ওপরেই ওঠানামা করে কাপড়ের দাম।
এখানে অবস্থাভেদে প্রতিটি সালোয়ার কামিজ বিক্রি হয় ৩ থেকে ৫০ টাকায়, লুঙ্গি ৫ থেকে ২০ টাকা, শার্ট ৫ থেকে ৫০ টাকা। .MG
এসব কাপড়ের ক্রেতা কারা
পুরনো কাপড় কিনে পরিষ্কার ও ইস্ত্রির পর বিক্রি করেন অনেক ব্যবসায়ী। মূলত তারাই পুরনো কাপড়ের প্রধান ক্রেতা। আর তাদের কাছ থেকে এখানে পোশাক কিনতে আসেন নিম্নআয়ের মানুষ।
কথা বলে জানা গেছে, রড কারখানার শ্রমিকদের জন্য মোজা তৈরিতে প্রয়োজন পুরনো জিন্সের প্যান্ট। ফার্নিচার, গাড়ি, প্রিন্টিং প্রেসে মোছামুছির জন্য পুরনো কাপড়ও কেনা-বেচা হয় বেচারাম দেউড়িতে।
ব্যবসার হালচাল
দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন তাদের কাছে জানতে চাই- কেমন চলছে এ ব্যবসা? অনেকে জানান, আগে রমরমা থাকলে এখন আর ভালো চলছে না এ ব্যবসা। কারণ হিসেবে জানান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কিংবা মানুষের সচ্ছলতা হতে পারে-
কারো কারো ব্যবসা খারাপ থাকলেও কেউ কেউ আশাবাদী পুরোনো কাপড়ের এই সব ব্যবসায়ী। তাদের মতে- শুধু পরিধেয় কাপড়ের জন্য নয়- কলকারখানা, রিকশা ও গাড়ির গ্যারেজে পুরোনো কাপড়ের কদর রয়েছে।

উইবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।

পুরাতন জামা কাপরের বাজার, বেচারাম দেউড়ি, Old Clothing Market,২ থেকে ৫০ টাকায় কাপড় মেলে যেখানে, old clothing market, পুরোনো কাপড়ের রাজধানী, বিক্রি করা পুরোনো কাপড়, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, old clothes, old clothes recycle, old clothes market,পুরনো কাপড় মূল্যহীন নয়,পুরনো কাপড়ের রাজধানী,পুরান কাপড়ের বিখ্যাত পাইকারী মার্কেট, old cloth collection,cheapest cloth collection,old cloth market, becharam dewri, #becharamdewri, jeans pant, #wholesalemarket #dhaka_news #oldclothesmarket #wholesalemarketDhaka
#clothmarket #clothing #dhakablogger #dhakanews



আরও দেখুন:
মটরসাইকেলের সব ধরনের পার্টস কিনুন | Motor Bike Accessories Parts at Cheap Price Bangshal:    • মটরসাইকেলের সব ধরনের পার্টস কিনুন | M...  

চাকরি চলে যাওয়ায় ব্যবসায় আসা । দেখুন এই অন্যতম উদ্যোক্তার গল্প, আপনিও অনেক শিখতে পারেন!:    • চাকরি চলে যাওয়ায় ব্যবসায় আসা । দেখুন ...  

নিজের মতো কাঠের ডিজাইনের ব্যতিক্রমী উদ্যোক্তা তিনি। Custom Design Wood:    • নিজের মতো কাঠের ডিজাইনের ব্যতিক্রমী উ...  

টাকার অন্যরকম এক বাজার :    • টাকার অন্যরকম এক বাজার Money market |...  

হাঁড়ির চা ওয়ালা। ১০০ প্রকার চা। উদ্যোক্তার গল্প:    • হাঁড়ির চা ওয়ালা। ১০০ প্রকার চা। উদ্যো...  

অবসর সময় কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা । Sultan Kebab & Chui Gosh:    • অবসর সময় কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা । ...  

পুরাতন বাইকের হাট:    • পুরাতন বাইকের হাট। Used  Biker Haat |...  

How to Start a Restaurant Business:    • “ঝিল কুটুম” এর উদ্যোক্তা আনন্দ কুটুম ...  

Used Electronic Product Business:    • পুরাতন মালামাল বিক্রি করেই সংসার চালা...  

Used Electric Gadget Business:    • একদিন নতুন জিনিসপত্রের দোকান খুলবো Us...  

How To Start Architecture Business:    • How To Start Architecture Business | ...  

The profession of filmmaking:    • How To Start Architecture Business | ...  

অর্গানিক ও প্রিমিয়াম মশলার ব্যবসা:    • “কেন মশলার ব্যবসায় এলাম”- জানালেন গুর...  

যেভাবে উদ্যোক্তা হয়ে উঠবেন:    • যেভাবে উদ্যোক্তা হয়ে উঠলাম বা ব্যবসায়...  

Weebizz is a social media platform that promotes small business owners and their products. Weebizz uses audiovisual tools to accomplish this. Weebizz is attempting to engage people in learning from the philosophy, journey, and struggles of entrepreneurs.

আমাদের সাথে যোগাযোগ:
WeeBizz, Your Business Ameliorator.
ফেসবুক পেজ:   / weebizz  
ওয়েবসাইট: www.weebizz.net
ইমেইল: [email protected]
ফোন: 01717434968

show more

Share/Embed