এ যুদ্ধে আমরাই জয়ী হব | বিলাল হোসাইন নূরী | শরীফ বায়জীদ মাহমুদ
Sharif Bayzid Mahmud Sharif Bayzid Mahmud
12.8K subscribers
372 views
27

 Published On Premiered Jan 6, 2024

এ যুদ্ধে আমরাই জয়ী হব | বিলাল হোসাইন নূরী | শরীফ বায়জীদ মাহমুদ ।
A judhe Amrai joi hobo। Bilal Hosain Nuri। Sharif Bayzid Mahmud।

সম্পাদনা : রবিউল ইসলাম শিল্প
রাসেল সরকার

এ যুদ্ধে আমরাই জয়ী হব
বিলাল হোসাইন নূরী

বছরের পর বছর ধরে রক্তের ভেতর পুঞ্জীভূত বারুদ
হঠাৎ করে বিস্ফোরিত হলে ফেটে যেতে পারে
সমুদ্রের গভীর তলদেশ!
শুরু হয়ে যেতে পারে
কেয়ামতের আগে আরেকটি ভয়াবহ কেয়ামত!
এ দেশের মাঠে-ঘাটে, শহরে-বহরে, অন্দরে-বন্দরে
জালেমের কলিজার রস শুষে নিতে শেষ ফুঁৎকারের জন্য
শিঙা হাতে দাঁড়িয়ে যেতে পারে
অসংখ্য ইসরাফিল!

এখানে, এই সবুজ ভূখ-ের অতি উর্বর পলিমাটিতে
আমরা একদা বাসমতী স্বপ্নের চাষাবাদ করেছিলাম,
ইনসাফের সৌরভে দারুস্সালাম বানাতে চেয়েছিলাম
প্রতিটি ঘরের আঙিনা,
লাঙলের ফলার আঘাতে আমরা আবিষ্কার করেছিলাম
পূর্বপুরুষদের শ্রম, ঘাম ও রক্তের আস্তরে জড়ানো
ইতিহাসভাঙা গুপ্তধন!

তারপর!
তারপর নেমে এলো আইয়ামে জাহেলিয়াতের মতো
ঘন অন্ধকার! ঢেকে গেল প্রগাঢ় স্বপ্নের জোছনাবিলাসী চাঁদ!
মীর জাফরদের বুনো উল্লাসে ক্ষত-বিক্ষত হলো
হৃদয়ের মানচিত্র!

তবুও, আমরা আমাদের জায়নামাজের অবারিত জমিন
তাদের দখল করতে দিইনি!

কালিমা তাইয়্যেবার প্রাণ-প্রাচুর্যে আমরা উঠে দাঁড়ালাম
অগণিত মিনারের পাদদেশে। সম্মিলিত তাকবিরের
গগনবিদারী ধ্বনিতে কেঁপে উঠল মুশরিক ও মুনাফিকদের
অন্তরাত্মা! আমাদের ওপর ক্রমাগত আসতে লাগল
দিন-রাত্রির পরিবর্তনের মতো জুলুমের পর জুলুম!
আমাদের হাত-পা কেটে টুকরো টুকরো করা হয়েছে,
আমাদের চোখ তুলে মার্বেল খেলেছে ওরা। বুলেটের
নৃশংস আঘাতে মাকড়সার জালের মতো ঝাঁঝরা হয়েছে
আমাদের প্রশস্ত বুক। সাপের মতো পেটানোর পর
আমাদের লাশের ওপর নৃত্য করেছে ঘসেটির ছেলেরা।
প্রিয়জন হারানোর হাহাকারে আমাদের একেকটি বুক
এখন একেকটি ওহুদ পাহাড়।



ওরা জানে না, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি!
খাব্বাব-খুবাইবের সহযাত্রী! হানজালা-হামজার
রুহের পাখিরা প্রতিনিয়ত আমাদের বুকের ভেতর
শাহাদাতের অবিনাশী গীতি-আলেখ্য গেয়ে শোনায়!
ওরা জানে না, আমরা জেনে-বুঝেই এ পথে পা বাড়িয়েছি।
আমাদের রাহবাররা জীবনের শেষ সাক্ষাতে সন্তানকে
নির্বিঘেœ বলতে পারেনÑ ‘কী পরে ফাঁসির মঞ্চে যাব?’

ওরা নিপীড়ন করে হাসে, আমরা নিপীড়িত হয়ে হাসি!
ওরা জানে না, আমাদের হাসি মিশে যায় ফেরদাউসের
হাসনাহেনার পাপড়িতে। আর
ওদের হাসিতে উত্তপ্ত হয়ে ওঠে হাবিয়ার অন্ধকার কূপ!

জয়-পরাজয়ের হিসাব তো এখানেই!

আমাদের পরীক্ষিত হতে দেখে যারা শয়তানের মতো
খিলখিল করে হেসেছিল,
ফ্যাসিবাদের কালো হাত এখন তাদেরও
কণ্ঠনালি চেপে ধরেছে!

প্রতিটি ঘর এখন সাহসের সুউচ্চ পর্বত! প্রতিটি মানুষের
শিরায় শিরায় প্রতিরোধের প্রজ্জ্বলিত লাভা ফুঁসে উঠছে।
এ আগুনে ওরা পুড়বেই!
ওদের দেহভস্ম কেউ গ্রহণ করবে না। না জমিন, না সমুদ্র!
জমিন তুলে দিবে বিক্ষুব্ধ বাতাসের কাছে, বাতাস
নিয়ে যাবে উত্তাল সমুদ্রে। আর সমুদ্র
ঘৃণায় বমি করে জালেমের শেষ চিহ্ন ফেলে দেবে
পৃথিবীর বাইরে।

আবার যুদ্ধ হবে, মুক্তিযুদ্ধ!
এ যুদ্ধে আমরাই জয়ী হব!

You Tube :

/ sharifbayzidm. .
Facebook:

/ sharifbayzid. .
Twitter :

/ sharifbayzidmahmud
Tiktok:@sharifbayzidmahmud
Instagram:@sharifbayzidmahmud

ANTI-PIRACY WARNING *
This content's Copyright is reserved for Sharif Bayzid Mahmud. The unauthorized reproduction, re-upload to social media is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material.
Sharif Bayzid Mahmud .

show more

Share/Embed